‘ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত চরিত্রে পারফর্ম করতে পেরেছি এতে হ্যাপি’

গেল পাঁচ বছর টিভি শো করে এবং উপস্থাপনা দিয়ে আলোচিত শাহরিয়ার নাজিম জয় তাঁর অভিনয় ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। গেল বছর ‘৭ নাম্বার ফ্লোর’ দিয়ে ওপেনিং, শুরটা করেছেনও দারুণ।
এবার ‘গুটি’, শঙ্খ দাশ গুপ্তের ওয়েব ফিল্ম। সেলিম চরিত্রে অভিনয় করেছেন জয়। মাদক চোরাচালানের লোমহর্ষক ঘটনাকে কেদ্র করে নির্মিত এই ওয়েব কনটেন্টে আরও অভিনয় করেন আজমেরী বাঁধন, মৌসুমি হামিদ, নাসির উদ্দিন খান প্রমুখ।
প্রকাশিত ট্রেইলারে সবর উপস্থিতি শাহরিয়ার নাজিম জয়ের। জয়ের বলছেন, ‘গুটি একেবারে রিয়েলিস্টিক কাজ। গল্পের ভিতরের গভীর কিছু বিষয় উঠে আসবে। এই চরিত্র করতে অভিনেতা হিসেবে আমাকে অনেক বেশী অ্যাফোর্ড দিতে হয়েছে। অভিনেতা হিসেবে অনেক বড় পরীক্ষা দিতে হয়েছে। সেটার নম্বর দেবেন দর্শক। পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছি।’
এই কাজ প্রসঙ্গে জয় যেটা বলছেন সেটা, ‘যে চরিত্র করলাম সেই মাপের অভিনেতা আমি কিনা সেটা দর্শকরা তাদের মন্তব্যে জানাবেন। আমি সেই রায় পাওয়ার অপেক্ষায় আছি। তবে গল্প এবং নির্মাণশলী অনেক বাস্তবধর্মী হয়েছে। ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে আমি এতো দুর্দান্ত চরিত্রে পারফর্ম করতে পেরেছি এতে আমি হ্যাপি। কারণ এই ধরনের কঠিন চরিত্রে এখন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমকে দেখে অভ্যস্ত দর্শক।’
ওয়েব ভিত্তিক কাজে কদর বাড়ছে জয়ের। এই প্রসঙ্গে জয়ের ভাষ্য, ‘আমার শুরুটা অভিনেতা হিসেবে। এটি আমার প্রথম পরিচিতি এনে দেয়। আমি মনে করি, অভিনয় একটি নেশা। ধীরে ধীরে আমি আবার অভিনয়ের সেই নেশায় আসক্ত হচ্ছি। এখন যে কাজগুলো করছি সেখানে নিজেকে ভাঙছি, খুব বুঝেশুনে করছি।’
আগামী ৬ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকি অ্যাপে মুক্তি পাবে ‘গুটি’।