ক্যারিয়ারে এ রকম কাজ করা হয়নি : ফারিণ
জঙ্গিবাদের থাবায় তরুণদের মগজ ধোলাই হওয়াকে কেন্দ্র করে ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন রায়হান রাফি। নাম ‘নিঃশ্বাস’; যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।
১৫ সেপ্টেম্বর রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রকাশ পাবে রায়হান রাফির এই ওয়েব ফিল্ম।
‘নিঃশ্বাস’ নিয়ে তাসনিয়া ফারিণের ভাষ্য, ‘ক্যারিয়ারে এ রকম কাজ করা হয়নি। কাজটা করার জন্য আমাকে নতুন অনেক কিছু করতে হয়েছে। ফাইট ট্রেনিং, লড়াই প্রশিক্ষণ, অস্ত্র প্রশিক্ষণসহ শারীরিকভাবে অনেক কিছু শিখতে হয়েছে। সেই সাথে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই চরিত্রের দর্শনটা বিশ্বাস করা। আর প্রথম বার আমি এমন একটা চরিত্র করেছি, যেখানে বাস্তবে আমার সাথে বিন্দুমাত্র মিল নেই।’
ফারিণ আরও বলেন, ‘আমি শুধু চাই মানুষ কোনও বিচার ছাড়াই কনটেন্টটা উপভোগ করুক। এই গল্প বা চরিত্রগুলো খুবই ধূসর। সহানুভূতি নিয়ে দেখলে দর্শক গল্পটি আরও ভালোভাবে বুঝতে পারবে।’
এই ফিল্মে তাসনিয়া ফারিণ ছাড়াও দেখা মিলবে ইমতিয়াজ বর্ষণ, সাফা কবির, সৈয়দ জামান শাওন, রাশেদ মামুন অপু, সোলাইমান খোকা, দিলারা জামান, নীল হুরের জাহান, অশোক ব্যাপারী, হামিদুর রহমান, কামরুজ্জামান তাপু, ফরহাদ লিমন, ফারজানা ছবি, আনোয়ার হোসেন, পূর্ণিমা বৃষ্টি, মাসুম রেজওয়ান, রুশো শেখ, জন আর্মস্ট্রংসহ এক ঝাঁক অভিনেতাকে।