গঙ্গায় ঝাঁপ দিলেন অক্ষয় কুমার!

Looks like you've blocked notifications!
অক্ষয় কুমার ও মানুষী ছিল্লার। ছবি : ইনস্টাগ্রাম থেকে

প্রস্তুত ‘সম্রাট পৃথ্বীরাজ’ টিম। বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার, মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লার ও পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী সিনেমার প্রচারণার জন্য গেছেন উত্তর প্রদেশের বারাণসীতে। সিনেমাটি মুক্তি পাচ্ছে ৩ জুন।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সিনেমা মুক্তির আগে গতকাল পুরো টিম ভগবান শিবের কাছে আশীর্বাদ নিতে গেছেন। পবিত্র গঙ্গায় পূজা সেরেছেন।

আজ মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন অক্ষয় কুমার, সেখানে তাঁর পবিত্র তীর্থদর্শন উঠে এসেছে।

ভিডিয়োতে আরও দেখা যাচ্ছে, পূজা শেষে গঙ্গা নদীতে ঝাঁপ দিয়েছেন অক্ষয় কুমার। ক্যাপশনে বলে দিয়েছেন, ৩ জুন মুক্তি পাচ্ছে তাঁর সিনেমা।

অন্যদিকে, বলিউডে পা রাখবেন কি না, এমন প্রশ্নের জবাবে একবার মানুষী ছিল্লার বলেছিলেন, অনেক কষ্ট করে মেডিকেলে ভর্তি হয়েছেন, সেটি ছাড়বেন না। অবশ্য ছাড়েননি। তবে বলিউডে ঠিকই পা রাখতে চলেছেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড’। তাও অভিষেক হচ্ছে সুপারস্টার অক্ষয় কুমারের বিপরীতে।

বিভিন্ন খবরে প্রকাশ, পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর নির্দেশে তৈরি হয়েছিল ৫০ হাজারটি রাজস্থানি পোশাক এবং মানানসই ৫০০টি পাগড়ি। সেসব হাতে তৈরি পোশাক পরেই অভিনয় করেছেন এ সিনেমার চরিত্ররা।

তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘোরিকে হারিয়েছিলেন যে দোর্দণ্ডপ্রতাপ সম্রাট, তিনিই পৃথ্বীরাজ চৌহান। যাঁর ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। সংযুক্তার ভূমিকায় দেখা যাবে মানুষী ছিল্লারকে।

প্রাচীন ভারতের শেষ হিন্দু রাজাদের মধ্যে একজন ছিলেন সম্রাট পৃথ্বীরাজ। আগলে রেখেছিলেন উত্তর-পশ্চিম ভারতের সীমানা। তবে তরাইনের দ্বিতীয় যুদ্ধে হেরে যান পৃথ্বীরাজ চৌহান। সেই গল্প উঠে এসেছে এ সিনেমায়।

আগামী ৩ জুন হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘সম্রাট পৃথ্বীরাজ’। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সোনু সুদ ও সঞ্জয় দত্তকে।