গফুর হালীর চ্যানেলে চট্টগ্রামের ১০ আঞ্চলিক গান, শিল্পী শিরিন

Looks like you've blocked notifications!
আবদুল গফুর হালী ও শিরিন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আঞ্চলিক, মাইজভাণ্ডারী, মুর্শিদি, মারফতি প্রভৃতি ধারায় প্রায় দুই হাজারের অধিক গানের রচিয়তা আবদুল গফুর হালী। তাঁর  রিসার্চ সেন্টারের প্রযোজনায় গফুর হালী ও রমেশ শীল রচিত ১০টি আঞ্চলিক ও মরমি গানে কণ্ঠ দিয়েছেন ‘পাঞ্জাবিওয়ালা’খ্যাত শিল্পী শিরিন।

এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক ও সেক্রেটারি নাসির উদ্দিন হায়দার।

এসব গানের মিউজিক ভিডিও ‘গফুর হালী’ ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।

সম্প্রতি ‘কালা’ গানটি দিয়ে যাত্রা শুরু করেছে ‘গফুর হালী’ ইউটিউব চ্যানেল। তানিম হাসানের পরিচালনায় গানটির সংগীতায়োজন করেছেন আসওয়াদ। দক্ষিণ চট্টগ্রামের শঙ্খ নদের মাঝি ও তীরবর্তী এলাকার নারীর প্রেমকাহিনি নিয়ে গানটি রচিত।

গান প্রসঙ্গে সংগীতশিল্পী শিরিন বলেন, “লন্ডনে থাকলেও চট্টগ্রামের ভাষা ও গান আমার রক্তে মিশে আছে। ‘পাঞ্জাবিওয়ালা’ ও ‘মনের বাগান’-এর মতো আলোড়ন সৃষ্টিকারী আরও গান আমি করতে চাই। এবার ‘গফুর হালী’ ইউটিউব চ্যানেলের জন্য রমেশ শীল, গফুর হালী, এম এন আখতার রচিত এবং শেফালী ঘোষের গাওয়া স্বর্ণযুগের কিছু গান করেছি। শ্রোতারা এসব গানে চট্টগ্রামের মাটির ঘ্রাণ পাবেন।”