গলায় সংক্রমণ ধরা পড়েছে কবির সুমনের
ওপার বাংলার নন্দিত গীতিকার, সুরকার, গায়ক, সংগীত পরিচালক কবির সুমনের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হলেও এন্ডোস্কপি করে তাঁর গলায় সংক্রমণ ধরা পড়েছে। সামান্য কিছু সমস্যা থাকায় এখনও অক্সিজেন দিতে হচ্ছে এই সংগীত তারকাকে।
হাসপাতাল সূত্রের বরাতে আজ মঙ্গলবার কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা প্রতিবেদনে জানিয়েছে, কবির সুমনের এন্ডোস্কপি করে গলায় সংক্রমণ ধরা পড়েছে। তাঁর চিকিৎসা চলছে। অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাঁকে। মঙ্গলবার আর বুকের এক্স-রে বা স্ক্যানের পরিকল্পনা না থাকলেও নিয়মমাফিক তাঁর রক্ত পরীক্ষা করা হবে। বর্তমানে জ্বর কমলেও প্রতি মিনিটে চার লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে কবির সুমনকে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, কবির সুমনের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। গতকাল সোমবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে শ্বাসকষ্ট, জ্বর এবং অন্যান্য কিছু সমস্যা নিয়ে গতকাল সোমবার ভোরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় এই সংগীত তারকাকে। সুমনের চিকিৎসার দায়িত্বে রয়েছেন হাসপাতালটির মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষ।
১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবাম দিয়ে বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন কবির সুমন। তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য জনপ্রিয় গান। দুই বাংলায় সমান জনপ্রিয়তা তাঁর।