গানে ফিরলেন তপন চৌধুরী, সঙ্গী তানভীর-নওশাবা
দীর্ঘদিন পর দেশবরেণ্য শিল্পী তপন চৌধুরীর নতুন গান প্রকাশ পাচ্ছে। গানের শিরোনাম ‘খেলাঘর’। গানটির কথা, সুর ও সংগীত করেছেন তানভীর তারেক।
গানটি প্রসঙ্গে তপন চৌধুরী বলেন,‘তানভীরের কথা ও সুরে গান করবে, এমন পরিকল্পনা অনেক আগের। অবশেষে এবারে গানটি হয়ে দাঁড়ালে। আমি যেকোনও গান গাইবার আগে প্রথমে লিরিকটা দেখতে চাই। তানভীরের এই গানটির লিরিক মনকে নাড়া দিয়েছে। পরে বলি সুর করে গানটা বাঁধতে। সেভাবেই ওর স্টুডিওতে গাওয়া হলো গানটি।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেক বলেন, ‘তপনদার সাথে আমার এটিই প্রথম কাজ। খুব কাছের বড় ভাইয়ের মতো একজন মানুষ আমার জীবনে তপন চৌধুরী। অথচ অন্য অনেক শিল্পীর সাথে কাজ করা হলেও তপন দার কণ্ঠে আমার সুরে কোনও গান করা হয়নি। অবশেষে সেই ইচ্ছেটি পূরণ হলো। গানটি একেবারে ভেতরের অনুভবের গান। নিয়তির কথা নিয়ে তৈরি একটি গান। যেকোনও সংবেদনশীল শ্রোতাকে গানটি নাড়া দেবে বলে আমার বিশ্বাস।’
গানটি প্রসঙ্গে প্রকাশক ধ্রুব গুহ বলেন, ‘ডিএমএস সব সময় সৃজনশীলতাকে শ্রদ্ধা করে এসেছে। তাই সেদিক দিয়ে কিছু কাজ আত্মার খোরাক ও সংস্কৃতির প্রতি দায়বোধ থেকেও করে থাকি আমরা। তপন চৌধুরী আধুনিক বাংলা গানের এক মুগ্ধতার নাম। তানভীর ভাই অসাধারণ একটি কাজ করেছেন। শ্রোতার জন্য এটি বিশেষ উপহার হবে বলে আমি মনে করি।’
গানটির গল্প নিয়ে এর থিম অনুযায়ী মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। আল মাসুদের নির্মাণে এ গানটির প্রধান মডেল হিসেবে অভিনয় করেছেন অভিনেত্রী নওশাবা আহমেদ।
‘খেলাঘর’ গানটি ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউবে অবমুক্ত করা হবে। সেই সঙ্গে শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশী বিভিন্ন অ্যাপে।