গাড়ি থেকে নামতেই ‘নিক স্যার, নিক স্যার’ (ভিডিও)
ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির হোলি-পূর্ব পার্টি যেন হয়ে উঠেছিল তারার হাট। সেই পার্টিতে যোগ দিতে মার্কিন মুলুক থেকে ভারতে উড়ে যান প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী নিক জোনাস।
প্রিয়াঙ্কা পরেছিলেন অফ-হোয়াইট সালওয়ার-কামিজ আর নিক পরেছিলেন কুর্তা-পাজামা। দুজনেই পরেছিলেন ভারতীয় পোশাক আর একই রঙের জুতা।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস প্রতিবেদনে জানিয়েছে, হোলি-পূর্ব পার্টিতে যোগ দেওয়ার সময় ইশা আম্বানির বাড়ির সামনে পৌঁছালে প্রথমে গাড়ি থেকে নামেন নিক। এরপর নিজেই দরজা খুলে দেন, নেমে আসেন প্রিয়তম স্ত্রী প্রিয়াঙ্কা। আর সঙ্গে সঙ্গে জ্বলে উঠতে থাকে অসংখ্য ক্যামেরার ফ্ল্যাশ। পাপারাজ্জিরা ডাকতে থাকেন ‘নিক স্যার, নিক স্যার’ বলে। আর প্রিয়াঙ্কাকে ‘পিসি ম্যাম’ বলে ডাকেন তাঁরা।
পাপারাজ্জিরা যখন ‘নিক স্যার’ বলে ডাকছিলেন, তখন মার্কিন পপতারকার কী প্রতিক্রিয়া ছিল, দেখেছেন? না দেখলে এখনই দেখে নিন।
ভিডিওতে দেখা যাচ্ছে, পাপারাজ্জিরা যখন ‘নিক স্যার’ বলে জোরে ডাকছিলেন, তখন স্ত্রীর মুখপানে তাকান নিক জোনাস। তারপর তাঁর মুখে হাসি ফুটে ওঠে।
প্রিয়াঙ্কার হাতে এখন বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। এর মধ্যে নিক ও মিন্ডি কলিংয়ের সঙ্গে রয়েছে কিছু প্রকল্প। তবে বলিউড ছবির কোনো ঘোষণা দেননি প্রিয়াঙ্কা।
ইশা আম্বানির হোলি পার্টি
মুকেশ আম্বানি ও নীতা আম্বানির মেয়ে ইশা, যিনি ২০১৮ সালে আরেক ধনকুবেরের সন্তান আনন্দ পিরামলকে বিয়ে করেন। তাঁদের বাড়িতে ওই পার্টির আয়োজন করা হয়। সেখানে হাজির হয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ভিকি কুশল, নবদম্পতি আরমান জৈন ও আনিসা মালহোত্রা। প্রেমিকা পত্রলেখাকে নিয়ে হাজির হয়েছিলেন রাজকুমার রাও, প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়া ও অভিনেতা নীলম উপাধ্যায়কেও সেখানে দেখা গেছে।