গৃহকর্মী নেই, ৩৯ কোটি টাকার বাড়িতে থাকেন কোহলি-আনুশকা
ভারতের ক্রিকেটপাড়া কিংবা বলিউডের সবচেয়ে আলোচিত দম্পতির তালিকা করলে ওপরের দিকে থাকবেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। জনপ্রিয়তার মতো আয়ের দিক থেকেও তাঁদের শীর্ষে থাকাটা স্বাভাবিক।
কিন্তু আপনি জানেন কি, এই আলোচিত দম্পতির মুম্বাইয়ের বাসভবনে কোনো গৃহকর্মী নেই? নিজেদের কাজ নিজেরা করেন, এমনকি নিজেদের বাড়িতে আসা অতিথিদের নিজেরাই খাবার পরিবেশন করেন। ভারতের ক্রীড়াবিষয়ক একটি গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং জাতীয় দলের নির্বাচক শরণদীপ সিং।
ক্রীড়াবিষয়ক গণমাধ্যমের বরাতে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের খবর, কোহলি ও আনুশকা মুম্বাইয়ের ওয়ার্লির বিলাসবহুল ফ্ল্যাটের দাম ৩৪ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৯ কোটি টাকার বেশি।
২০১৩ সালে বিরাট কোহলি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তাঁরা ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের ঘরে প্রথম কন্যাসন্তান আসে চলতি বছরের ১১ জানুয়ারি।