গোল্লাছুটের প্রযোজনায় ‘অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি’
করোনাকালীন পরিস্থিতি কাটিয়ে আবারও সরব বিনোদন অঙ্গন। বেশ কয়েক মাস থমকে থাকার পর এখন আবার কাজে ফিরছেন শিল্পী ও কলাকুশলীরা।
এরই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি’। এ ছাড়া চিত্রনাট্য লিখেছেন রাজ নিজেই। এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা।
এরই মধ্যে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। এ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী সাফা কবির।
জানা গেছে, নাটকটির কনসেপ্ট অভিনেতা অপূর্বর। গোল্লাছুটের প্রযোজনায় নাটকটিতে অপূর্ব ও সাফা কবির ছাড়াও অভিনয় করেছেন রুশো, ফাইরাজ, রকি, রত্নাসহ অনেকে।