গোয়ায় তামিল ‘কাঞ্চনা থ্রি’ নায়িকা আলেকজান্দ্রার মরদেহ উদ্ধার
ভারতের গোয়ায় নিজ বাড়ি থেকে তামিল সিনেমা ‘কাঞ্চনা থ্রি’ অভিনেত্রী, রাশিয়ান মডেল আলেকজান্দ্রা জ্যাভির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইন্ডিয়া গিল্টজের বরাতে ফিল্মিবিট ও হিন্দুস্তান টাইমসের খবর, গত শুক্রবার ২৪ বছর বয়সী অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গোয়ার একটি গ্রামে থাকতেন আলেকজান্দ্রা। স্থানীয়দের দাবি, সম্প্রতি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। প্রেমিক তাঁকে ছেড়ে চলে যাওয়ায় হতাশায় ভুগছিলেন তিনি। পুলিশ এ বিষয়ে তদন্ত করতে পারে।
২০১৯ সালে যৌন হেনস্তার অভিযোগে চেন্নাইয়ের এক ফটোগ্রাফারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন এ নায়িকা। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছিলেন সেই ফটোগ্রাফার। জানা গেছে, তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘কাঞ্চনা থ্রি’ সিনেমায় ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন আলেকজান্দ্রা। সিনেমাটি পরিচালনা করেছিলেন রাঘব লরেন্স।