গোয়া স্টাইল উইকে স্বপ্নপূরণ সুমনের
দেশে এরই মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন ফটোগ্রাফার সুমন হোসেন। বাংলাদেশের বহু স্বনামধন্য প্রতিষ্ঠান-মডেলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার দেশের গণ্ডি পেরিয়ে ভারতে কাজ করার অভিজ্ঞতা হলো সুমনের।
গত ২৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ভারতের গোয়াতে অনুষ্ঠিত হয় ‘কিংফিশার আলট্রা গোয়া স্টাইল উইক’। ভারতের শীর্ষস্থানীয় ১৬ জন মডেল এতে অংশ নেন। জাঁকজমকপূর্ণ এই আয়োজনের অফিশিয়াল শুটের দায়িত্ব পালন করেন সুমন হোসেন। ভারতের লভেল প্রভুর পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনার দায়িত্বে ছিল স্টর্ম ফ্যাশন কোম্পানি।
ভারতে কাজ করা প্রসঙ্গে সুমন বলেন, ‘আমি ও আমার দলের জন্য এটি ছিল বিশাল বড় একটি পাওয়া। সবার দোয়া ও ভালোবাসায় এটি সম্ভব হয়েছে। সেখানে গিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, অনেকের সঙ্গে পরিচিত হয়েছি। অর্জিত অভিজ্ঞতা সামনের দিনগুলোতে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব।’