গ্রামে-গ্রামে ছড়িয়ে যাবে ‘আইস্যালা’, আশা মিলার

তখনো এই বঙ্গে গান শোনা বা দেখার জন্য অন্তর্জাল এতটা জনপ্রিয় হয়নি। সে সময় মিলার ‘বাপুরাম সাপুড়ে’ গানের তালে কোমর দোলাননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সেই রকস্টার মিলা অনেকটা মিলিয়ে গেছেন ২০১৫ সালে। সর্বশেষ ‘নাচো’ গানে সবাইকে নাচতে বলে মিলা ইসলাম যেন বিশ্রাম নিলেন পাঁচ বছর।
আজ সেই রকস্টার মিলার নতুন গান মুক্তি পাচ্ছে অন্তর্জালে। গানের নাম ‘আইস্যালা’। এমন খবরে মিলার সঙ্গে যোগাযোগ। চলভাষে কয়েক বার যোগাযোগ করেও মিলাকে না পেয়ে কিছুটা হতাশ। ঠিক তখন ভিন্ন নাম্বার থেকে মিলার কল।
ও প্রান্ত থেকে কথোপকথনের শুরুটা হলো এভাবে, ‘আমি মিলা...।’ দীর্ঘ পাঁচ বছর পর গানে ফিরছেন, অভিনন্দন জানানো হলো। তবে এই পাঁচ বছর পর ফেরা প্রসঙ্গে দ্বিমত এ শিল্পীর। তাঁর যুক্তি, তিনি গানে ছিলেন, গান ছেড়ে দেননি; তাই এখানে ফেরার কিছু নেই।
জানা গেছে, মিলার নতুন গানটির কথা লিখেছেন যৌথভাবে মিলা, উপল ও সুস্মিতা। আর সুর-সংগীত করেছেন মিলা নিজেই। সংগীতায়োজনে সহযোগিতা করেছেন নাভেদ পারভেজ। গানটির ভিডিও নির্মাণ করেছেন রফিকুল ইসলাম র্যাফ। মিলার সঙ্গে গানটিতে বেশ কয়েকজন ডিজে পারফর্ম করবেন।
সে জন্য গানটি দেশের সব ডিজেকে উৎসর্গ করেছেন এই শিল্পী। এনটিভি অনলাইনের সঙ্গে আলাচারিতায় মিলা বলেছেন, ‘আমার গান তো গ্রামে-গ্রামে চলত সে সময়। তখন সিডি-ক্যাসেটের যুগ ছিল। এখন অনলাইনের যুগ। সে রকম ফিল পাচ্ছি না। যা-ই হোক, গানটি খুব মজার। আশা করছি, আগের মতো গানটি গ্রামে-গ্রামে ছড়িয়ে যাবে।’
আজ বুধবার রাতে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে ‘আইস্যালা’ গানটি ইউটিউবে প্রকাশ হওয়ার কথা আছে। মিলার ভেরিফায়েড ফেসবুক পেজে এরই মধ্যে গানটির টিজার বেশ সাড়া ফেলেছে।