ঘোষণা দিয়েও ১০০ কোটি টাকার সিনেমা মুক্তি দিলেন না অনন্ত
দীর্ঘ সাত বছরের বেশি সময় পর আজ (২৪ ডিসেম্বর) সিনেমা হলে ফেরার কথা ছিল ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিলের।
চলতি বছরের ১৬ অক্টোবর রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে এক আয়োজন করে ১০০ কোটি টাকার বেশি বাজেটের ‘দিন : দ্য ডে’ সিনেমার বিশ্বব্যাপী মুক্তির এই তারিখ ঘোষণা করেছিলেন অনন্ত জলিল।
কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব ঘোষণা ছাড়াই দেশের কোন সিনেমা হলে আজ মুক্তি পায়নি সিনেমাটি। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি এনটিভি অনলাইনকে জানিয়েছে, গণমাধ্যমে ঘোষণা দিলেও ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির জন্য তারিখ চেয়ে কোন আবেদনই করেনি সিনেমাটির কর্তৃপক্ষ।
ঘোষণা দিয়েও কেন ‘দিন : দ্য ডে’ আজ মুক্তি পাইনি, এই প্রসঙ্গে মন্তব্য জানতে অনন্ত জলিলের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
সবশেষ অনন্ত জলিলের ‘মোস্ট ওয়েলকাম ২’ সিনেমা মুক্তি পায় ২০১৪ সালের ২৯ জুলাই।
এর আগে অনন্ত জলিল জানিয়েছিল, ‘দিন : দ্য ডে’ সিনেমাটি পাঁচটি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।
সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। নানান সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নিবেন তিনি।