চন্দ্রমুখীকে নিয়ে বিপাকে শরৎচন্দ্র!
শরৎচন্দ্রের চারটি উপন্যাসের ১৫টি চরিত্র নিয়ে নির্মাণ হচ্ছে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। আরিফুর জামান আরিফের পরিচালনায় এই ছবিতে শরৎচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন গুণী অভিনেতা-নির্মাতা গাজী রাকায়েত। ২০১৮ সালের এপ্রিলে ছবির শুট শুরু হয়। ছবির অন্যতম চরিত্র দেবদাস ও পার্বতী চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও পপি।
তবে ছবির আরেক চরিত্র চন্দ্রমুখীকে নিয়ে বিপাকে পড়েছেন ছবির পরিচালক। কারণ এই চরিত্রের জন্য তিনি যোগ্য শিল্পী নির্বাচন করতে পারছেন না। যে কারণে আটকে আছে ছবির শুট।
এ বিষয়ে আরিফুর জামান আরিফ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা ২০১৮ সালের এপ্রিলে ছবির শুট শুরু করেছিলাম। এ পর্যন্ত চলচ্চিত্রটির ৭০ ভাগের বেশি কাজ শেষ হয়েছে। গানের দৃশ্য ধারণ ব্যতীত আর ১০ দিনের শুট বাকি রয়েছে। তবে বিপাকে পড়েছি চন্দ্রমুখীকে নিয়ে। কারণ এই চরিত্রের জন্য আমরা পছন্দমতো শিল্পী নির্বাচন করতে পারছি না।’
আরিফ আরো বলেন, ‘ছোটপর্দা বা বড়পর্দা আমরা চিন্তা করছি না। গল্পের চরিত্রগুলো পর্দায় তুলে ধরার জন্য যোগ্য শিল্পী নির্বাচন করার চেষ্টা করেছি মাত্র। আমরা চেষ্টা করছি, চন্দ্রমুখী চরিত্রের জন্য শিল্পী নির্বাচন করতে। কারণ আগামী মাসেই আমরা ছবির শুট শেষ করতে চাই।’
‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রে থাকছে সাতটি গান। গানগুলো লিখছেন স্বনামধন্য গীতিকার মো. রফিকুজ্জামান। সংগীত পরিচালনা করছেন আলী আকরাম শুভ। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও প্রয়াত সুবীর নন্দী।
ছবিতে রাজলক্ষী চরিত্রে মৌসুমি হামিদ, গহর চরিত্রে আনিসুর রহমান মিলন, কমললতা চরিত্রে প্রকৃতি, ইন্দ্রনাথ চরিত্রে আমিন শাহ, অচলা চরিত্রে তমা মির্জা, মহিম চরিত্রে নিরব ও সুরেশ চরিত্রে শিশির আহমেদ অভিনয় করছেন।
এ ছাড়া বড়দিদি (মাধবী দেবী) চরিত্রে মঞ্চ অভিনেত্রী তামান্না শম্পা ও সুরেন্দ্র চরিত্রে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান অভিনয় করছেন।