চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখবেন আতিকুল ইসলাম

Looks like you've blocked notifications!
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের প্রচারণায় চলচ্চিত্র তারকারা। ছবি : সংগৃহীত

ঘনিয়ে আসছে ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। চলছে শেষ পর্যায়ের প্রচারণা। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন চলচ্চিত্র শিল্পীরা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, শিল্পী সমিতির পক্ষ থেকে নয়, বঙ্গবন্ধুর আদর্শ যাঁরা লালন করেন, তাঁরাই প্রচারণায় অংশ নিচ্ছেন। তিনি আরো জানান, চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখবেন আতিকুল ইসলাম।

প্রচারণার শুরু থেকেই অংশ নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস। সব সময় তাঁকে আতিকুল ইসলামের পাশে দেখা যায়। সম্প্রতি তাঁর প্রচারণায় অংশ নিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল, আলেকজান্ডার বো, জায়েদ খান, জয় চৌধুরী, রোজিনা, রোকেয়া প্রাচী, মাসুম বাবুল, মুশফিকুর রহমান গুলজারসহ অনেক তারকা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের প্রচারণায় চলচ্চিত্র তারকারা। ছবি : সংগৃহীত

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে এনটিভি অনলাইনকে জায়েদ খান বলেন, ‘আমরা যাঁরা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছি, তাঁদের অনেকেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে আছেন। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি আতিকুল ইসলামকে সমর্থন দিয়েছি। আসলে আমরা যাঁরা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি, যাঁরা নৌকার চলমান উন্নয়নের পক্ষে, শুধু তাঁরাই নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছি। আমরা চাই, আওয়ামী লীগ সারা দেশে যে উন্নয়ন করেছে, তা অব্যাহত থাকুক।’

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার মধ্যে পড়েছে বিএফডিসি। সম্প্রতি চলচ্চিত্র-সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকও করেন আতিকুল ইসলাম। মেয়র নির্বাচিত হলে চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখবেন বলেও প্রতিশ্রুতি দেন আতিকুল, এমনটাই জানিয়েছেন জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‘আতিক ভাই শিল্পমনা মানুষ। তিনি আমাদের কথা দিয়েছেন চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখবেন। বলেছেন, এফডিসির পরিবেশ সুন্দর রাখবেন। এমনকি সিনেমা হল বাড়ানো ও চলচ্চিত্রের সংখ্যা বাড়াতে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার সমাধান করবেন।’

আতিকুল ইসলামের প্রতি পূর্ণ আস্থা আছে বলেও মন্তব্য করেন চিত্রনায়ক জায়েদ খান।