চলচ্চিত্র ধ্বংস করেছেন চলচ্চিত্রের লোকেরাই : তথ্য প্রতিমন্ত্রী
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খানের চলচ্চিত্র ‘বীর’। সিনেমার মুক্তি উপলক্ষে বুধবার রাতে আয়োজন করা হয় আলোচনা সভা। ঢাকা ক্লাবে আয়োজিত ওই অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ক্ষোভ প্রকাশ করেন চলচ্চিত্রকর্মীদের ওপর। চলচ্চিত্রকর্মীরাই চলচ্চিত্র ধ্বংস করেছেন বলেও দাবি করেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘চলচ্চিত্র ধ্বংস করেছেন চলচ্চিত্রের লোকেরাই। চলচ্চিত্রে সিন্ডিকেটের কারণেই বাংলা চলচ্চিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে গেলেই চলচ্চিত্র সংকট কেটে যাবে না। চলচ্চিত্র সংকট কাটাতে হলে ভালো সিনেমা নির্মাণ করতে হবে, সেটা আমাদের হচ্ছে না। আগে সেগুলো ঠিক করতে হবে, তাহলেই সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে।’
মন্ত্রী প্রশ্ন রাখেন, ‘বিভিন্ন সভায় শুধু বক্তব্য দিলেই হবে? কী করা যায়, এ নিয়ে সঠিক পরিকল্পনা করতে হবে। সবাই মিলে বসতে হবে। আমি তো দেখি আপনারা একজন আরেকজনকে দেখতে পারেন না। তা হলে ভালো কিছু হবে কেমন করে। আমাদের দেশে কালজয়ী নায়ক-নায়িকা রয়েছে। শাবানা, ববিতা, রাজ্জাক, কবরী চলচ্চিত্র দিয়েই তৈরি হয়েছেন। আপনারা শাকিব খানের উত্তরসূরি কেন তৈরি করতে পারছেন না? সারা পৃথিবীতে যখন চলচ্চিত্র ব্যবসা করছে, আপনারা কেন পারছেন না?’
প্রযোজক-পরিচালক সমিতির দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘মানহীন ছবি আমরা কেন দেখব? দেখা গেল একজন টাকা নিয়ে এসে নিজেই নায়ক-নায়িকা হয়ে পর্দায় চলে আসছেন। আপনারা এসব ছবিকে অনুমতি দেন কেন? সিনেমা বানিয়ে দর্শক টানতে হলে ভালো চিত্রনাট্য, লেখক, পরিচালক, নায়ক-নায়িকা তৈরি করতে হবে। এগুলো পারলে বাংলাদেশের চলচ্চিত্র এমনিতেই ঘুরে দাঁড়াবে।’
প্রায় ৮০টির মতো হলে ১৪ ফেব্রুয়ারি ‘বীর’ মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চিত্রনায়ক ফারুক, আলমগীর, চিত্রনায়ক শাকিব খান, মিশা সওদাগর, ইমন, নিরব, নাদিম, সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরু, মালেক আফসারী প্রমুখ।
গত ৪ ফেব্রুয়ারি ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পায়। ছবিটির প্রশংসা করেছেন সেন্সর বোর্ডের সদস্যরা। ছবিটি প্রযোজনা করেছে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস। এর সহপ্রযোজক হিসেবে আছেন মোহাম্মদ ইকবাল। ছবিটি পরিচালনা করেছেন খ্যাতিমান পরিচালক কাজী হায়াৎ।
জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। প্রায় অর্ধশত সিনেমা নির্মাণ করলেও হালের জনপ্রিয় তারকা শাকিব খানকে নিয়ে এর আগে কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি।
এই ছবিতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, নানা শাহ, জ্যাকি আলমগীর, কমল, কাবিলাসহ অনেকে। এর আগে শাকিব খানের এস কে ফিল্মস থেকে ‘হিরো : দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’ নামে দুটি ছবি মুক্তি পায়। ছবি দুটি ব্যবসায়িক সফলতাও পেয়েছে। ‘বীর’ শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠানের তৃতীয় ছবি।