‘চান রাতে’ মজেছেন সাব্বির-সম্পা

Looks like you've blocked notifications!

‘কেমন আছে হারিয়ে যাওয়া বন্ধুরা...রমজানের ওই রোজার শেষে গানেরই মতন’ এমন কথামালায় প্রকাশ পেয়েছে গায়ক সাব্বির নাসির ও কলকাতার গায়িকা সম্পা বিশ্বাসের নতুন গান ‘চান রাতে’। অল্প সময়ে গানটি শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।

এ গানটির ভিডিওচিত্র ১ মে জনপ্রিয় কণ্ঠশিল্পী সাব্বির নাসিরের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। প্রকাশের পর গানটি এখন অবধি ফেসবুকে প্রায় দুই মিলিয়ন ভিউ, ছয় হাজারের মতো শেয়ার এবং ইউটিউবে ছয় লাখের বেশি ভিউ হয়েছে।

মেহেদী হাসান তামজিদের কথায় ‘চান রাতে’ গানটি মিক্স মাস্টারিং করেছেন সালমান জাইম এবং ভিডিও পরিচালনায় কাজ করেছেন প্রীতুল ও ইভান।

সাব্বির নাসির বলেন, ‘গানটি ঈদ নিয়ে একটি নস্টালজিক অনুভূতির জন্ম দেয়। বিশেষত করোনায় আমরা কত নিকটজনদের হারালাম। বিষাদের মাঝে যে আনন্দ তা এক অন্য আনন্দ। গানটি অনেক শ্রোতার মন কেড়েছে। তামজিদ ও টিমের সবাই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি কাজ করেছে।’
 
সম্পা বিশ্বাস বলেন, ‘গানটি ঈদ উৎসবকে ঘিরে। আর আমি বিশ্বাস ‌করি, ধর্ম যার যার উৎসব সবার। এই গানের নির্মাণের সময় বাংলাদেশে ছিলাম। তখনই আমাদের মনে হয়েছে ‌গানটি সবার ভালো লাগবে। রিলিজের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। গানটা গ্রহণ করার জন্য আমরা ও শ্রোতাদের কাছে কৃতজ্ঞ।’