চার করোনাযোদ্ধাকে এক লাখ মার্কিন ডলার দিলেন প্রিয়াঙ্কা

Looks like you've blocked notifications!
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

মানুষের সংস্পর্শেই এখন মানুষের যত ভয়। আবার সেই মানুষের সহানুভূতির প্রতি আস্থা রেখেই অস্পৃশ্য এক শত্রুর বিরুদ্ধে জোরদার লড়াই চালিয়ে যাচ্ছে মানুষ। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এমনই অচেনা দৃশ্যপটের মুখোমুখি দাঁড় করিয়েছে সবাইকে। আর এই প্রাণপণ যুদ্ধে যাঁরা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, এমন চার যোদ্ধাকে এক লাখ মার্কিন ডলার দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, আজ বৃহস্পতবার ( এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্ত-অনুরাগীদের সঙ্গে সরাসরি চ্যাটিংয়ে অংশ নেন প্রিয়াঙ্কা। সেখানেই তিনি চার করোনাযোদ্ধার নাম ঘোষণা করেন তাঁদের কাহিনি বর্ণনা করেন। 

আপনারা সবাই কী করছেন? পৃথিবীতে এখন ভীষণ অশান্ত সময়’, এভাবেই বলেন প্রিয়াঙ্কা

ইনস্টাগ্রামে করা পোস্টে প্রিয়াঙ্কা আরো লেখেন, ‘অন্যকে সহযোগিতা করতে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন, রকম চারজন অসাধারণ নারীকে মনোনীত করার সুযোগ করে দেওয়ায় সবাইকে ধন্যবাদ। এই সপ্তাহে আমি বন ভিভ (একটি পানীয় কোম্পানি) সামনে থেকে কাজ করে ব্যবধান গড়ে দেওয়া সেই চার নারীর কথা তুলে ধরছি। সবাই দয়া করে দেখুন এমিলিকে। তিনি হাসপাতালের জরুরি বিভাগে কাজ করেন। সেখানে আসা মানুষকে সাহায্য করেন। পরিবারের সদস্যদের সুস্থ রাখতে তাঁদের কাছ থেকে আলাদা থাকতে হয় তাঁকে। জো কাজ করেন একটি কেয়ার সেন্টারে, যেখানে রোগীদের দীর্ঘমেয়াদে চিকিৎসা দেওয়া হয় তাঁদের সঙ্গ দেওয়া হয়। অন্যদিকে করোনার বিরুদ্ধে কাজ করে যাওয়া সম্মুখযোদ্ধাদের জন্য এন-৯৫ মাস্ক কিনতে সময় অর্থ দিয়ে সাহায্য করছেন জয়া। আর জেনি হ্যাশট্যাগ ফিডিং হিরোস-এর মাধ্যমে হেলথকেয়ারে সামনে থেকে কাজ করা যোদ্ধাদের খাবারের সংস্থান করতে ভূমিকা রেখে চলেছেন। আমরা আপনাদের প্রশংসা করি স্মরণ করি। অনেক অনেক ভালোবাসা।’ 

এর আগে প্রিয়াঙ্কা তাঁর স্বামী পপতারকা নিক জোনাস করোনা মোকাবিলায় ইউনিসেফ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেয়ার ফান্ডসহ বিভিন্ন তহবিলে অর্থসহায়তা করেন। এতে তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেন মোদি