জন্মদিনে কী করছেন তানজির তুহিন?
দীর্ঘ ১৫ বছর তিনি ছিলেন শিরোনামহীনের তুহিন। এরপর ঠিকানা বদল করে হয়েছেন আভাসের তুহিন। দীর্ঘদিনের ঠিকানা বদল করলেও যাঁকে চিনতে বিন্দু পরিমাণ কষ্ট হয় না, তিনি তানজির তুহিন।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশের এই জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার, অভিনেতা ও স্থপতির জন্মদিন। জন্মদিনে কী করছেন তিনি, সে খবর নিতে আজ দুপুরে যখন মুঠোফোনে তানজির তুহিনের সঙ্গে যোগাযোগ করা হলো, এ নিয়ে বাড়তি কোনো আগ্রহ দেখা গেল না এই সংগীতশিল্পীর মাঝে।
জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর এনটিভি অনলাইনের প্রশ্ন ছিল, জন্মদিনে কী করছেন? তুহিনের উত্তর, ‘জন্মদিনে কোনো আয়োজন নেই। রাতে পরিবারকে সময় দিলাম আর এখন অফিস করছি। এর বাইরে আর কিছুই না।’
জন্মদিন নিয়ে গায়কের অনাগ্রহের পর জানতে চাওয়া হলো গানের খবর। তুহিন বললেন, ‘নতুন গান আসছে আগামী মাসে। রেকর্ডিং শেষ। আশা করছি, আগামী মাসে নতুন গান শুনতে পারবেন ভক্তরা।’
১৯৭৪ সালের আজকের দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তানজির তুহিন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি বাংলা রক ব্যান্ড শিরোনামহীনে গায়ক হিসেবে যোগ দেন। তুহিনের গাওয়া ‘হাসিমুখ’ গানটি সে সময় তুমুল জনপ্রিয়তা লাভ করে, যা মূলত শিরোনামহীনকে প্রাথমিক পরিচিতি এনে দিয়েছিল। তবে ২০১৭ সালে ব্যক্তিগত কারণে দেখিয়ে শিরোনামহীন ত্যাগ করেন তুহিন। ২০১৮ সালে তিনি নতুন ব্যান্ড আভাস গঠন করেন, যেখানেও পেয়েছেন সফলতা। গান গাওয়া ও লেখার বাইরে তুহিন কয়েকটি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। চাকরি করছেন স্থপতি হিসেবে।