জবির নাট্যকলা বিভাগে হেনরিক ইবসেনের ‘এ ডলস হাউস’ মঞ্চস্থ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগে গত বুধবার মঞ্চস্থ হলো নরওয়ের নাট্যকার হেনরিক ইবসেনের লেখা তিন অঙ্কের নাটক ‘এ ডলস হাউস’।
ঊনবিংশ শতাব্দীর বিয়ে, সংসারব্যবস্থা এবং সামাজিক নিয়মকানুনের সমালোচনা করার কারণে বিখ্যাত হয়ে আছে ইবসেনের এ নাটক। সে সময়ে নাটকটি নিয়ে বিতর্ক কম হয়নি।
বই আকারে নাটকটি প্রথম প্রকাশিত হয় ১৮৭৯ সালের ডিসেম্বরে। একই মাসের ২১ তারিখে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের রয়েল থিয়েটারে বড়দিন উপলক্ষে প্রথম নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকের মূল চরিত্র নোরা। এক সময় স্বামী, সংসার আর সন্তানের দায়িত্ব ছেড়ে বেরিয়ে পড়তে চান তিনি। নিজেকে নতুন করে চেনা ও জানার আগ্রহ তৈরি হয় তাঁর মধ্যে।
ইবসেন নাটকটি লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন এমন ধারণা থেকে যে, একজন নারী আধুনিক সমাজে কখনোই নিজের মতো করে বাস করতে পারে না। কারণ, এটি একটি পুরুষশাসিত সমাজ। এ সমাজের আইন তৈরি করে পুরুষ; আইনের প্রয়োগ এবং বিচারপ্রক্রিয়াও পুরুষের হাতে। সে কারণেই তারা পুরুষতান্ত্রিক দৃষ্টিকোণ থেকেই নারীদের বিষয়গুলো নির্ধারণ করে। এটি ছিল সে সময়ে সমাজের জন্য একটি চপেটাঘাত, যার তীব্রতা বর্তমানেও এক ফোঁটা কমেনি।
প্রযোজনাটি জবির নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের পরীক্ষার অংশ ছিল। এতে ব্যাচের মোট ২৩ জন শিক্ষার্থী অংশ নেন। কোভিড-১৯ পরিস্থিতি মাথায় রেখে নাটকটির মহড়া থেকে পুরো প্রযোজনা প্রক্রিয়া স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়।
নাটকটির নির্দেশক ও কোর্স শিক্ষক ছিলেন নাট্যকলা বিভাগের চেয়ারম্যান শামস শাহরিয়ার কবি। শিক্ষকসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নাটকটি উপভোগ করেন।