জাতিসংঘ দিবসে গাইবেন জন কবির

Looks like you've blocked notifications!
ইন্ডালো ব্যান্ডের গায়ক জন কবির। ছবি : সংগৃহীত

বিশ্বের সব স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে ২৪ অক্টোবর উদযাপিত হয় জাতিসংঘ দিবস। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে দিবসটি পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।

এদিন উপলক্ষে, ২৪ অক্টোবর বিশেষ কনসার্টের আয়োজন করেছে জাতিসংঘ বাংলাদেশ। এই আয়োজনে গান গাইবেন ইন্ডালো ব্যান্ডের গায়ক জন কবির, আর্নিক, মুত্তাকি হাসিব, সামিরা, অন্তরা ও নাইম। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, জাতিসংঘ বাংলাদেশ আয়োজিত অনলাইন কনসার্টের মাধ্যমে আমরা স্বাগত জানাব নতুন দিনের নতুন এক বাংলাদেশকে। এই অনলাইন কনসার্ট ২৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।