জি ফাইভের একাধিক ওয়েব ফিল্ম : বাংলাদেশের এক ঝাঁক তারকা

Looks like you've blocked notifications!
জি ফাইভের ওয়েব ফিল্ম ও সিরিজে কাজ করতে যাওয়া বাংলাদেশের তারকাদের একাংশ। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশীয় বিনোদন কনটেন্টের জন্য জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ গ্লোবালের প্রথম বাংলাদেশি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’ মুক্তি পাচ্ছে আগামী ৯ নভেম্বর। বিশ্বের ১৯০টির বেশি দেশে জি৫-এর গ্রাহক-দর্শকরা ডার্ক কমেডি থ্রিলার ধাঁচের এ ওয়েব ফিল্ম  দেখতে পাবেন। এটি ছাড়াও বাংলাদেশে তৈরি আরো তিনটি ওয়েব ফিল্ম ও সিরিজ শিগগিরই নিয়ে আসবে এ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।

জি ফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ আজ মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব, নুসরাত ফারিয়া, আফরান নিশো, বিদ্যা সিনহা মিম, আরিফিন শুভসহ অনেকে। এ ছাড়া অংশগ্রহণ করেন এশিয়াটিক থ্রি-সিক্সটির ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর।

সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

এক বিজ্ঞপ্তিতে জি ফাইভ জানিয়েছে, ‘মাইনকার চিপায়’ পরিচালনা করেছেন আবরার আতহার। এ ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় তিন তারকা আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ। টানটান উত্তেজনার এই থ্রিলারটিতে একটি গাড়িতে ধরা পড়া একজন পুলিশ কর্মকর্তা, একজন মাদক ব্যবসায়ী ও একজন মাদকাসক্ত চরিত্রকে দেখা যাবে। লকডাউনের সব নিয়ম কানুন মেনেই এর শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ৯ নভেম্বর ওয়েব থ্রিলারটি মুক্তির মাধ্যমে বাংলাদেশি অরিজিনাল কনটেন্ট অধ্যায়ের যাত্রা শুরু করছে জি-ফাইভ।

‘মাইনকার চিপায়’-এর ট্রেইলার :

এ প্রসঙ্গে পরিচালক আবরার আতহার বলেন, ‘জি-ফাইভের প্রথম বাংলাদেশি কনন্টেন্ট তৈরি করতে পেরে আমরা অনেক আনন্দিত। ছবিটি রেকর্ড স্বল্প সময়ের মধ্যে করা হয়েছে। এর চিত্রনাট্য এমনভাবে লেখা হয়েছে যেখানে বড় কলাকুশলী বা ভারি যন্ত্রপাতির প্রয়োজন পড়েনি। এটা ক্রাইম থ্রিলার কমেডি। আশা করি, এটা নির্মাণের সময় আমরা যেমন মজা পেয়েছি, দর্শকরাও তেমন আনন্দ পাবে।’

আগামীকাল ২৮ অক্টোবর জি-ফাইভের দ্বিতীয় বাংলাদেশি ওয়েব ফিল্ম ‘যদি, কিন্তু, তবুও...’র শুটিং শুরু হচ্ছে। ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন দেশের জনপ্রিয় নির্মাতা শিহাব শাহিন। রোমান্টিক কমেডি ধাঁচের এই ওয়েব ফিল্মে অভিনয় করছেন জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া।

আরেকটি ওয়েব ফিল্ম ‘হোয়াট দ্য ফ্রাই?’ নির্মাণ করছেন নির্মাতা অনম বিশ্বাস। এ ফিল্মে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীম।

এ ছাড়া তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’-এ অভিনয় করবেন আরিফিন শুভ, জাকিয়া বারি মম, চঞ্চল চৌধুরী ও ইরেশ যাকের। এশিয়াটিকের কন্টেন্ট এজেন্সি গুড কোম্পানি লিমিটেডের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে এ ওয়েব ফিল্ম ও সিরিজগুলো প্রযোজনা করবে জি ফাইভ।

জি ফাইভ ইন্টারন্যাশনালের ডিজিটাল বিজনেস অ্যান্ড প্ল্যাটফর্মসের প্রেসিডেন্ট অমিত গোয়েনকা বলেন, ‘আমাদের এ বছরের এজেন্ডায় শীর্ষে রয়েছে স্থানীয় কন্টেন্টে বিনিয়োগ করে বিশ্ব পরিসরে সংযুক্ত করা এবং দৃঢ় স্থানীয় অংশীদারত্ব গড়ে তোলা। বাংলাদেশের বাজার আমাদের কাছে অগ্রগণ্য। এখানে কাজ শুরু করতে পেরে আমরা খুবই খুশি। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশে কাজ করার যে লক্ষ্য আমাদের রয়েছে, এটি তার প্রথম পদক্ষেপ।’

জি ফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, ‘বাংলাদেশে অনেক মেধাবী ও প্রতিশ্রুতিশীল পরিচালক ও শিল্পী রয়েছেন। রয়েছে দারুণ সব গল্প। আমাদের লক্ষ্য এই গল্প ও মেধাবীদের কাজ বিশ্ব পরিসরে তুলে ধরা। এ নিয়ে আমরা বেশ রোমাঞ্চিতও।’

গুড কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার সানিয়াত হোসেন দেশি কনটেন্টকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া জি ফাইভের সঙ্গে যৌথযাত্রার ব্যাপারে তাঁর উৎসাহ ব্যক্ত ও সন্তোষ প্রকাশ করেন।