জয়ার ঘরে হ্যাটট্রিক ‘ব্ল্যাক লেডি’

Looks like you've blocked notifications!
পুরস্কার হাতে জয়া আহসান। ছবি : ফেসবুক থেকে

হ্যাটট্রিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (ব্ল্যাক লেডি) জিতলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’ সিনেমায় শ্রাবণী নামে এক মধ্য তিরিশের নারীর ভূমিকায় অভিনয় করে এবার সেরা অভিনেত্রী হিসেবে ভারতের ফিল্মফেয়ার বাংলা পুরস্কার ঘরে এসেছে খ্যাতিমান এই অভিনেত্রীর।

বৃহস্পতিবার রাতে কলকাতার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১’ এ জয়ার হাতে এই পুরস্কার তুলে দেয় আয়োজকরা।

এক প্রতিক্রিয়ায় জয়া আহসান জানিয়েছেন, ‘ভাবিনি পপুলার ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে যাব। খুব ভালো লাগছে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে দেশের একজন হয়ে এত বড় সম্মান আরও একবার হাতে তুলতে পেরেছি, সেজন্য অনেক ভালো লাগছে।’

গত বছরের অগাস্টে কলকাতায় মুক্তি পায় ‘বিনিসুতোয়’।

এর আগে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কার পান জয়া। পরের বছর ২০১৯ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’ সিনেমার জন্য সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি।