টিকটকে অমিতাভের ‘মৃত্যুর’ গুজব, সাইবার ক্রাইমে মামলা
প্রযুক্তির উৎকর্ষের ফলে বিশ্ব এখন হাতের মুঠোয়। ঘরে বসেই বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন খবর জানছেন নেটিজেনরা। তবে প্রযুক্তির অপব্যবহার হচ্ছে দেদারসে। এমনটি বলে থাকেন অনেকেই। এবার তার বড় প্রমাণ পাওয়া গেল ভারতে রটে যাওয়া একটি ভুয়া মৃত্যুসংবাদে। বলিউডের কিংবদন্তি, বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের মৃত্যুসংবাদ সম্প্রতি ছড়িয়ে পড়ে টিকটকের একটি ভিডিওর মাধ্যমে। আর এর ফলে বেঁধেছে হুলুস্থুল কাণ্ড।
ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, মেগাস্টার অমিতাভ বচ্চনের মৃত্যুতে মুষড়ে পড়েছেন ভক্তরা, এমনটিই দেখা যাচ্ছিল টিকটকে পোস্ট করা ভুয়া ওই ভিডিওতে। একজন টিকটক ব্যবহারকারী ওই ভিডিওর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে পোস্ট করেন। টুইটারে তিনি লেখেন, ‘বচ্চন স্যার, এই টিকটক ব্যবহারকারী আপনার মৃত্যুর ভুয়া ভিডিও প্রকাশ করেছে। আমি সাইবার ক্রাইমে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। দয়া করে আপনি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যবস্থা নিন। সে আমাদের অনুভূতিতে আঘাত দিয়েছে। আমি চাই তার আইডি ব্যান হোক।’
পরপর দুদিন ইরফান খান ও ঋষি কাপুরের মৃত্যুতে শোকে বিহ্বল পুরো বিনোদন অঙ্গন। এই সুযোগ লুফে নিচ্ছে কিছু দুষ্কৃতিকারী। তারা ভুয়া খবর প্রকাশ করে জনমনে উদ্বেগের সৃষ্টি করছে।
এর আগে গত বৃহস্পতিবার কিছু গণমাধ্যম খবর ছড়ায়, কিংবদন্তি অভিনেতা নাসিরউদ্দিন শাহ হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অভিনেতা সুস্থ ও ভালো আছেন এবং তিনি তাঁর নিজ শহরের বাড়িতেই অবস্থান করছেন। বার্তা সংস্থা আইএএনএসের বরাত দিয়ে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে।
গত বুধবার (২৯ এপ্রিল) কোলন ইনফেকশনে আক্রান্ত হয়ে মারা যান বলিউডের খ্যাতিমান অভিনেতা ইরফান খান। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। এর পরের দিন মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।