টেকো পুরুষকে কেন বিয়ে করব না, উল্টো প্রশ্ন নায়িকার

Looks like you've blocked notifications!
বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবি : সংগৃহীত

ব্লকবাস্টার হওয়ার পথে ‘বালা’। এ ছবিতে সুন্দরী টিকটক তারকার চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবিতে দেখা যায়, স্বামীর টাক মাথা জানার পর মানসিকভাবে ভেঙে পড়েন ইয়ামি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, ৩০ বছর বয়সী ইয়ামি গৌতম এখনো অবিবাহিত। সম্প্রতি এ তারকাকে গণমাধ্যমকর্মীরা জিজ্ঞেস করেন, বাস্তব জীবনে কি টাক মাথার কোনো পুরুষকে তিনি বিয়ে করবেন? এ সময় গণমাধ্যমকর্মীদের দিকে উল্টো প্রশ্ন ছোড়েন নায়িকা। বলেন, ‘কেন নয়?’

ইয়ামি আরো বলেন, ‘আমার মনে হয়, টেকো পুরুষেরা সত্যিই শান্ত স্বভাবের হয়। দেখতেও তাদের কুল লাগে। এই ছবির মাধ্যমে মানুষকে বোঝানো হয়েছে—যদি ভালোবাসা পেতে চাও, তবে আগে নিজে ভালোবাস।’

মুক্তির মাত্র পাঁচ দিনে অমর কৌশিক পরিচালিত ‘বালা’ সংগ্রহ করেছে ৬১ কোটি রুপির বেশি। গত ৮ নভেম্বর মুক্তি পায় এ ছবি।

‘বালা’ ছবিতে আয়ুষ্মানা খুরানা ২৫ বছর বয়সী এক যুবকের ভূমিকায় অভিনয় করেছেন, যাঁর অল্প বয়সেই মাথায় টাক পড়ে গেছে। আর চুল পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রেমজীবন। শুধু কি তাই, ক্যারিয়ারেও বিরূপ প্রভাব পড়েছে টেকো হওয়ার কারণে। এ ছাড়া ত্বক ফর্সাকারী ক্রিমের কারণে ভারতের ছেলেমেয়েদের জীবনে কী বিরূপ প্রভাব পড়ে, সেটিও দেখানো হয়েছে এ ছবিতে।

আয়ুষ্মান ছাড়াও ‘বালা’র কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন ভূমি পেড়নেকার ও ইয়ামি গৌতম। ইন্ডিয়া টুডের চিত্রসমালোচক জ্যোতি কন্যাল এ ছবির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি রেটিংয়ে পাঁচ তারকার মধ্যে চার তারকা দিয়েছেন। অবশ্য, গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘উজড়া চমন’ একই গল্পের, এ নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল।