ঠাণ্ডায় শাড়ি পরে পুরো শুটিং রাতে করেছি : তাসনুভা তিশা
গেল বছর ‘আগষ্ট ১৪’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করে রীতিমত সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী তাসনুভা তিশা। সেই তিশাই এবার প্রথমবার অভিনয় করেছেন ওয়েব ফিল্মে। নাম ‘ব্যাচ ২০০৩’।
যেখানে তাসনুভা তিশাকে দেখা যাবে সিনেমার নায়িকার চরিত্রে। নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘আমি এখানে একজন সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করছি, নাম এশা। কোভিডের লকডাউনের পর যে তার স্কুলের বন্ধুদের সঙ্গে অনেকদিন পর দেখা করতে যায়। সেখানে যাওয়ার পরই ঘটে অদ্ভূত সব ঘটনা।’
শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে এক বিজ্ঞপ্তিতে এই অভিনেত্রী জানিয়েছেন, ‘আমরা ছয় মাস প্রি প্রোডাকশনের পর গত ডিসেম্বরে শুটিং শুরু করি। পুরো শুটিং আমরা রাতের বেলা করেছি। প্রচণ্ড ঠাণ্ডার ভেতর পাতলা একটা শাড়ি পরে আমাকে অভিনয় করতে হয়েছে। শারীরিকভাবে পুরো শুটিংটা আমার জন্যে বেশ চ্যালেঞ্জিং ছিল।’
রাফায়েল আহসানের গল্পে ওয়েব ফিল্মটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন পার্থ সরকার। ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন আবদুন নূর সজল, কাজী নওশাবা আহমেদ, শিপন, ক্রিস্টিয়ানো তন্ময়, মৌসুম এবং আরও অনেকে।
ওয়েব ফিল্মটি প্রসঙ্গে পার্থ সরকার বলেন, ‘নাম শুনেই অনেকে আন্দাজ করছেন, এটি স্কুল-কলেজের একটি বিশেষ বছরের ছাত্র-ছাত্রীদের গল্প। আসলেও তাই। এসএসসি ২০০৩ ব্যাচের একদল ছাত্রছাত্রী লকডাউনের পরে স্কুল মাঠে একত্রিত হয়। আর সেখানে ঘটতে থাকে একের পর এক ঘটনা-দুর্ঘটনা। ব্যাচ ২০০৩ এর গল্প মূলত র্যাগিং, বুলিং নিয়ে। অল্প বয়সের এসব মানসিক অত্যাচার কী রকম প্রভাব ফেলতে পারে তা নিয়েই আমাদের এই সাইকোলজিক্যাল থ্রিলার।’
ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘ব্যাচ ২০০৩’ পহেলা বৈশাখে ওটিটি প্ল্যাটফর্ম বিনজে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ছয় চরিত্রের জন্য ছয়টি টিজার বের হয়েছে। আর এতেই উঠে এসেছে ছয় চরিত্রের খুটিনাটি।