ঠিক কী কারণে আটকে গেল ‘কমান্ডো’ সিনেমার শুটিং?
প্রথমবারের মতো কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক দেব বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। গেল বছরের নভেম্বরে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল, জানুয়ারির মাঝামাঝি ‘কমান্ডো’ সিনেমার বাকি অংশের শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসবেন তিনি। এরপর নিজের জন্মদিনে (২৫ ডিসেম্বর) ভক্তদের জন্য উপহার হিসেবে ওপার বাংলার নায়ক মুক্তি দিয়েছিলেন ‘কমান্ডো’ সিনেমার টিজার।
আর তাতেই বাধে বিপত্তি। টিজার দেখে ভক্তদের একাংশ অভিযোগ তোলেন ইসলাম ধর্ম অবমাননার। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তোপের মুখে ক্ষমা চেয়ে ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’ ইউটিউব চ্যানেল থেকে নামিয়ে নেয় সিনেমাটির টিজার।
এবার জানা গেল, জানুয়ারিতে নয়, আগামী এপ্রিলে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান গণমাধ্যমের কাছে দাবি করেছেন, মেয়ের বিয়ে ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যস্ততায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শুধু কি প্রযোজকের ব্যক্তিগত কারণে তিন দিনের শুটিং তিন মাস পিছিয়ে গেল? এমন প্রশ্ন নিয়ে বুধবার সকালে সেলিম খানের সঙ্গে এনটিভি অনলাইনের পক্ষে যোগাযোগ করা হলে মেয়ের বিয়ের ব্যস্ততার কথা বলে এ প্রসঙ্গে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান আলোচিত এই প্রযোজক।
এ প্রসঙ্গে কথা বলতে সেলিম খানের ছেলে চিত্রনায়ক শান্ত খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়ে কথা বলার অনুমতি নেই। আর সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনীর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
তবে শুটিং শুরু না হওয়া প্রসঙ্গে সিনেমাটির নায়িকা জাহারা মিতু এনটিভি অলনাইনকে বলেন, ‘বেসিক্যালি, ভিসা ইস্যু তো আছেই, দেব একা আসবেন না, পুরো টিম আসবে। তাই সবার ভিসা হয়ে গেলে শুটিং ডেট পড়বে।’
গণমাধ্যমের খবর, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছিল ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি শুটিং হবে। ভিসা নিশ্চিত না করে কীভাবে তারিখ জানাল প্রযোজনা প্রতিষ্ঠান? এমন প্রশ্নে নায়িকার ভাষ্য, ‘প্ল্যান তো থাকেই। অ্যাম্বাসি থেকে ভিসা ক্লিয়ার না হলে আপনার-আমার কী করার থাকে, বলুন?’
কিন্তু সেলিম খানের বরাতে গণমাধ্যমে খবর এসেছে, সিনেমাটির শুটিং এপ্রিলে শুরু হতে পারে। আপনাকে এ বিষয়ে কিছু জানানো হয়েছে? মিতুর উত্তর, ‘জানানো হবে না কেন। আমরা তো একটা ফ্যামিলি হিসেবে কাজটা করছি। তা ছাড়া এই মাস ছাড়া দেব দাদারও শিডিউলে একটু ঝামেলা রয়েছে। তিনি অন্য একটা সিনেমার কাজ শুরু করেছেন।’
তাহলে শুটিং কবে শুরু হচ্ছে আর শুটিং পেছানোর কারণ কী? এমন প্রশ্নে মিতু বলেন, ‘শুটিং তো সবকিছু মিলিয়ে হয়। সব রেডি, কিন্তু ইউনিটের লোক আসতে পারল না... আবার মনে করুন, আমরা রেডি, কিন্তু প্রযোজক নির্বাচন নিয়ে ব্যস্ত। তাহলে নিশ্চয়ই হবে না...। তা ছাড়া সিনেমাটি মুক্তি পাবে কোরবানি ঈদে, হাতে অনেক সময় আছে। তাই খুব তাড়াহুড়ো করে এত বিশাল বাজেটের সিনেমা কেউ করতে চাইবে না।’
তবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার একটি সূত্র এনটিভি অনলাইনের কাছে দাবি করেছে, ‘কমান্ডো’ সিনেমা নিয়ে বাংলাদেশে চলমান ইস্যুতে এখনই শুটিং করতে রাজি নন দেব। আর এই ইস্যু থেকে চোখ ফেরাতে সম্প্রতি শান্ত খান-শ্রাবন্তীকে নিয়ে ‘বিক্ষোভ’ সিনেমার গানের শুটিং শেষ করা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। আর শিডিউল মিলিয়ে ‘কমান্ডো’ সিনেমার শুটিং আবার কবে শুরু হবে, তা নিশ্চিত নয়।
এ প্রসঙ্গে মন্তব্য জানতে দেবের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। এমনকি খুদে বার্তা পাঠিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তর মেলেনি দেবের।
‘কমান্ডো’ সিনেমায় বাংলাদেশ থেকে আরো অভিনয় করছেন মাজনুন মিজান, ফজলুর রহমান বাবু এবং শিবা শানুসহ কলকাতার বেশ কিছু শিল্পী। আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে।