ডা. জাফরুল্লাহ চৌধুরীর বর্ণাঢ্য জীবন নিয়ে প্রামাণ্যচিত্র
মা, মাটি ও মানুষ; জীবনে এই তিন নিয়ে চলেন জাফরুল্লাহ চৌধুরী। দশ ভাইবোনের মধ্যে সবার বড় ডা. জাফরুল্লাহ চৌধুরী। তাই পরিবারে বড় ভাই নামে পরিচিত। পরিবারের গণ্ডি ছাড়িয়ে তিনি গণস্বাস্থ্য কেন্দ্রেরও বড় ভাই নামে পরিচিত। দেশের সেবায় ট্রাস্টি বোর্ড করে ১৯৭২ সালে সাভারে গড়ে তুলেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র।
চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। দেশের মাটি ও মানুষের প্রতি এই বীর মুক্তিযোদ্ধার ভালোবাসা অপরিসীম। বর্তমানে দীর্ঘ কর্মময় জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন জাফরুল্লাহ। কিন্তু চিন্তা ও মননে এখনো যুবক। তাঁর লক্ষ্য একটি ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা করা, যেখানে অতি সাধারণ মানুষ ক্যানসারের চিকিৎসা নিতে পারবে। মৃত্যুর আগে আরাধ্য কাজ শেষ করে যেতে চান বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী।
তাঁর দীর্ঘ পথচলা ও বর্ণাঢ্য জীবন নিয়ে তৈরি হয়েছে প্রামাণ্যচিত্র। প্রামাণ্যচিত্রটি আগামীকাল রাত ১১টায় দীপ্ত টিভিতে প্রচার হবে। কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় প্রমাণ্যচিত্রটির গবেষণা, পাণ্ডুলিপি ও পরিচালনা করেছেন রঞ্জন মল্লিক। প্রামাণ্যচিত্রটির প্রযোজক ব্রাত্য আমিন ও নির্বাহী প্রযোজক আবু রেজওয়ান ইউরেকা।