ডিভোর্সে ঝামেলা বলে স্ত্রীকে হত্যা করতে চান নিশো!
আফরান নিশোর ভক্তদের কাছে এই শিরোনাম অবাক করার মতো। টানা ১৪ বছর প্রেম করে সংসারী অভিনেতা এমনটা ভাবতে পারেন!
নিশো-ভক্তদের অবাক হওয়ার কিছু নেই, এটা নিশোর ব্যক্তজীবনের ঘটনা নয়। এনটিভির ঈদে আয়োজনের একটি গল্পে এমনটি চাইছেন ছোট পর্দার এই বড় তারকা।
স্ত্রীর সঙ্গে আর কিছুতেই থাকতে চান না নিশো। কিন্তু ডিভোর্স দিলে দেনমোহরের ৩০ লাখ টাকার সঙ্গে প্রতি মাসে ভরণপোষণ দিতে হবে। এ ছাড়া তাঁর স্ত্রী আইনজীবী, ডিভোর্স দিলে আরও ঝামেলা হবে। তাই স্ত্রীকে হত্যা করতে চান, সে জন্য একাধিক পরিকল্পনা সাজান।
নাটকের গল্পটা নিশো-ভক্তদের অবাক করবে, সেটা বলাই যায়; যা দেখতে চোখ রাখতে হবে এনটিভির ঈদ আয়োজনের ‘বিভোর’ নাটকে।
মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। গল্পও নির্মাতার।
নাটকে নিশোর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এ ছাড়া আছেন আজীজুর রহমান আজাদ, জাফ্রিন জারাসহ অনেকেই।