তবে কি নকল শাকিব খানের লুক?
ভারতের দক্ষিণী সুপারস্টার ইয়াশ। কন্নড় ভাষার ব্লকবাস্টার ছবি ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ করে রীতিমতো বিনোদন-বিশ্বে ঝড় তুলেছেন। বক্স অফিসে এ ছবি আয় করেছে প্রায় ২৫০ কোটি রুপি। কিছুদিন আগে ঘোষণা এসেছে এ ছবির সিক্যুয়ালের। প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ দেখার জন্য উন্মুখ সিনেপ্রেমীরা। প্রকাশিত হয়েছে ইয়াশ ওরফে রকি ভাইয়ের লুকও। এতে তাঁকে লম্বা চুল-দাড়ি, খননযন্ত্র হাতে রাগান্বিত-প্রতিবাদী ভঙ্গিতে দেখা গেছে। সেই লুক অন্তর্জালে তুফান ছুটিয়েছে। ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ আগামী বছরের মাঝামাঝি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এদিকে, আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘বীর’-এর ফার্স্ট লুক পোস্টার। শাকিবের হাতে খননযন্ত্র। সেই যন্ত্রে লেগে আছে তাজা রক্ত। মুখেও রক্তের দাগ। তাকিয়ে আছেন রাগান্বিত-প্রতিবাদী ভঙ্গিতে। নতুন ছবির প্রথম ঝলকে ময়লা জামাকাপড় পরা কয়লা শ্রমিকের বেশে হাজির হয়েছেন শাকিব খান। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের মাঝামাঝিতে।
শাকিব খানের ‘বীর’ লুক প্রকাশের পরই তা দ্রুত ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। চলছে এ লুক নিয়ে আলোচনা-সমালোচনা। নেটিজেনদের অনেকের মত, ‘কেজিএফ’ তারকা ইয়াশের লুকের সঙ্গে শাকিবের লুকের মিল রয়েছে। নায়কের লুকও কি ভারতের দর্শকপ্রিয় দক্ষিণী সিনেমার নকল করতে হয়? এমন প্রশ্নও ঘুরছে অন্তর্জালে।
তবে অন্তর্জালবাসী যা-ই বলুন, নকলের অভিযোগ মানতে নারাজ ‘বীর’ নির্মাতা কাজী হায়াৎ, এ ছবির মাধ্যমে যিনি নির্মাণের হাফ সেঞ্চুরি পূর্ণ করতে চলেছেন। তাঁর সাফ জবাব, পৃথিবীর অনেকের সঙ্গে অনেকের লুক মিলে যায়, তাই বলে কি মানুষ নকল বলবে?
এনটিভি অনলাইনকে ‘বীর’ পরিচালক কাজী হায়াৎ আজ দুপুরে বলেন, ‘এই ছবি একেবারেই বাংলাদেশের মৌলিক চলচ্চিত্র। ছবির গল্প বা লুকের সঙ্গে কোনো মিল নেই। এ ছবিতে শাকিব খান একপর্যায়ে ভারতের দিকে পালিয়ে যায়। এ সময় কয়লার ডিপোতে কাজ করে।’
নকলের অভিযোগ উড়িয়ে দিয়ে কাজী হায়াৎ আরো বলেন, ‘পৃথিবীর অনেকের সঙ্গেই অনেকের লুক মিলে যায়। সে জন্য আমরা কি একজন আরেকজনের নকল বলব? কিছুতেই নয়। একজনের সঙ্গে আরেকজনের মিল হতেই পারে।’
সিনেমার জন্য তিন মাস চুল-দাড়ি-গোঁফ কাটেননি জনপ্রিয় নায়ক শাকিব খান। সেসব খবর ছড়িয়ে পড়েছিল গণমাধ্যমে। এই সিনেমায় তাঁকে নতুন লুক দিতে চেয়েছিলেন পরিচালক।
‘বীর’ ছবিতে লম্বা চুল, দাড়ি-গোঁফ ছাড়াও ফ্রেশ লুকে শাকিবকে দর্শক দেখতে পাবেন বলে জানিয়েছেন নির্মাতা।
সম্প্রতি নারায়ণগঞ্জে শেষ হয়েছে এই পর্যায়ের শুটিং। আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে নতুন পর্যায়ের শুট। একটি অনুষ্ঠান উপলক্ষে শাকিব খান গতকাল ভারতে অবস্থান করেছেন। আজ দুপুরে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
গতকাল বুধবার (১১ ডিসেম্বর) কাজী হায়াৎ এনটিভি অনলাইনকে বলেন, “যে ছেলে কয়লার ডিপোতে কাজ করে, তাকে তো ময়লা কাপড়, উসকোখুসকো চুল-দাড়িতে দেখাতেই হবে। শাকিব খানকে এর আগে সবাই ললিপপ হিরো হিসেবে দেখেছে। আমার ‘বীর’ ছবিতে গল্পের হিরো বানিয়েছি। ললিপপ হিরো হিসেবে তাকে আমি অসম্মান করছি না। কারণ, সেই লুকেই সে দেশের এক নম্বর হিরো হয়েছে। এ ছবিতে দর্শক শাকিবকে দেখবে বেশ কয়েকটি লুকে। এর মধ্যে একটিতে ময়লা কাপড়, চুল-দাড়িতে। আবার সিরিয়াল কিলার চরিত্রে যখন দর্শক দেখবে, তখন ফ্রেশ লুকে হাজির হবে। আমি শাকিব খানকে ধন্যবাদ দিতে চাই, কারণ এ ছবির জন্য অনেক কষ্ট করছে সে, তিন মাস চুল-দাড়ি পর্যন্ত কাটেনি।”
‘বীর’ প্রযোজনা করছে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস। ছবির সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, ছবিটি আগামী ঈদুল ফিতরেই মুক্তি পাবে।
জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। প্রায় অর্ধশত সিনেমা নির্মাণ করলেও হালের জনপ্রিয় তারকা শাকিব খানকে নিয়ে এর আগে কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি। ‘বীর’ তাঁর ৫০তম চলচ্চিত্র।
‘বীর’ সিনেমায় শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, জ্যাকি আলমগীর, কাবিলাসহ অনেকে।