তাঁদের ‘কষ্টনীড়’ দেখা যাবে ১৫ জানুয়ারি

Looks like you've blocked notifications!
ওয়েব ফিল্মটির পোস্টার। ছবি : সংগৃহীত

আলোচিত নির্মাতা আশফাক নিপুণ ৯০ মিনিট ব্যাপ্তির ‘কষ্টনীড়’ শিরোনামে ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন। এক পরিবারের সাতজন মানুষের গল্প দেখানো হবে এই ফিল্মে। যেখানে অভিনয় করেছেন তারিক আনাম খান, সাবেরী আলম, শ্যামল মাওলা, সাবিলা নূর, সায়েদ বাবু, রুনা খান ও ইয়াশ রোহান।

এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ‘কষ্টনীড়’।

সিনেমার গল্প এমন—ঢাকা শহরের একটি উচ্চবিত্ত পরিবারের প্রধান শামসুল হক চৌধুরী, তিনি একজন রক্ষণশীল ব্যবসায়ী। তাঁর স্ত্রী রাশিদা খানম সংসার সামলাতে ব্যস্ত থাকেন। তাঁদের পাঁচ সন্তান বড় মেয়ে রিজওয়ানা, বড় ছেলে রিজওয়ান, তারপর একে একে রায়হান, রাশনা আর রিদওয়ান। কঠোর মন-মানসিকতার মানুষ শামসুল হক চৌধুরী। তিনি নিজে যা ভালো মনে করেন, তাই করেন। সন্তানদের তিনি তাঁর নিজের ইচ্ছের বাইরে এক পা ফেলতে দিতে রাজি নন। এমনই গল্পে এগিয়ে যাবে ওয়েব ফিল্মটি।