তারকার সন্তান নই, বন্ধুত্বের কারণে টিকে আছি
তারা ঝলমলে জগৎ বলা হয় বলিউডকে। অর্থ-যশ-খ্যাতির এ অঙ্গনকে ঘিরে নানা জল্পনা-কল্পনা থাকে সাধারণের। এ অঙ্গনকে ঘিরে বেশ কিছু কথাও প্রচলিত রয়েছে। বলিউডে কেউ কাউকে বন্ধু বানাতে পারে না, এমন কথা শোনা যায় বেশ জোরেশোরেই। স্বজনপ্রীতির আলোচনা তো রয়েছেই। তবে এমন ধারণার ঘোর বিরোধী বলিউডের অ্যাকশন তারকা বিদ্যুৎ জামাল।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি বলিউডের নানান বিষয় নিয়ে বেশ খোলামেলা আলোচনা করেন বিদ্যুৎ। তিনি জানান, কোনো তারকার সন্তান নন তিনি। সেইসঙ্গে বন্ধুত্বের কারণেই বলিউডে টিকে আছেন বলে দাবি তাঁর।
‘যেহেতু আমি এ অঙ্গনে এসেছি, সুতরাং এটি শুনেছি যে আপনি এখানে ভালো বন্ধু তৈরি করতে পারবেন না। আমি এটি বিশ্বাস করি না। আমি তারকার সন্তান নই। বন্ধুত্বের কারণেই আমি এখানে টিকে আছি। যেমন—এক বন্ধু বলেছিল, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমার বাজেট নেই। সুতরাং, আমি যেমন মানুষের পাশে দাঁড়িয়েছি, তারাও সত্যি আমার পাশে দাঁড়িয়েছে,’ বলেন বিদ্যুৎ। বার্তা সংস্থা আইএএনএসের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে।
বিদ্যুৎ তাঁর আসন্ন ছবি ‘ইয়ারা’র মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। বন্ধুত্বকে উপজীব্য করেই এগিয়েছে এর কাহিনি। সহঅভিনেতা অমিত সাধ, কেনি বসুমাতৃ ও বিজয় ভার্মার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন বিদ্যুৎ।
বিদ্যুৎ বলেন, ‘আমি বলতে পারি, এরা আমার খুব ভালো বন্ধু। আপনি যখন ছবিটি দেখবেন, তখন দেখতে পাবেন নকল কিছু সেখানে নেই।’ এ ছাড়া দেরাদুনে শুট চলাকালে অভিনেতা বিজয়ের সঙ্গে ঘটা একটি মজার ঘটনা শেয়ার করেন বিদ্যুৎ।
‘মনে আছে, আমরা যখন বসেছিলাম, তখন আমি তাকে বলেছিলাম, তুমি অনেক বড় তারকা হয়ে যাবে ছেলে এবং সে হাসতে শুরু করে। ইয়ারা-এর পর সে গাল্লি বয়-এর জন্য শুট করেছিল। এবং সেদিন আমি তার জন্য গর্বিত হয়েছিলাম... দীর্ঘদিন কারো জন্য এতটা গর্ববোধ করিনি। বিজয়, অমিত সাধ ও কেনি বসুমাতৃর সঙ্গে আমার এরকমই বন্ধুত্ব।’
আগামী চলচ্চিত্রগুলোতে দর্শক বিশ বছরের তরুণ থেকে পঞ্চাশ বছর বয়সী ব্যক্তির চরিত্রেও দেখতে পাবেন বলে জানান বিদ্যুৎ। ‘ইয়ারা’ দর্শককে বেশ রোমাঞ্চিত করবে বলেও মনে করেন তিনি।