তিন কন্যাকে নিয়ে ডলি সায়ন্তনীর ‘পারিনি ভুলতে’
জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি ১৫টি একক অ্যালবাম, ১০০টির বেশি দ্বৈত ও মিশ্র অ্যালবামে কাজ করেছেন। এ ছাড়া তিনি ৭০০-এর বেশি বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। ‘উত্থান-পতন’ চলচ্চিত্রে প্লেব্যাকের মধ্য দিয়ে এই অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। তাঁর ‘রংচটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা’ গানটি একসময় মানুষের মুখে-মুখে ফিরত।
সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী। নতুন খবর হলো, সেই গানে তাঁর সঙ্গে সুর মিলিয়েছেন তিন কন্যা কথা, রিমঝিম ও ফাইজা।
‘পারিনি ভুলতে’ শিরোনামে গানটির সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। সংগীত পরিচালক সুমন কল্যাণের স্টুডিওতে গানটির রেকর্ড হয়েছে।
রিমঝিম ও ফাইজা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। অন্যদিকে কথা মালয়েশিয়ায় থাকেন। সেখান থেকেই কণ্ঠ দিয়েছেন তিনি। তিন কন্যার সঙ্গে ডলির এটি প্রথম মৌলিক গান।
গানটি প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘আমার মেয়েরাও গানপাগল। দীর্ঘ দিনের ইচ্ছে ছিল, ওদের সঙ্গে গান গাওয়ার। অবশেষে তা পূরণ হলো। আশা করছি, শ্রোতাদের গানটি ভালো লাগবে।’
করোনা সংকটের শুরু থেকে ঘরেই সময় কাটছে ডলি সায়ন্তনীর। গত এপ্রিলের শেষের দিকে ‘আল্লাহ তুমি পথ দেখাও’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন তিনি। এরপর চলতি মাসের মাঝামাঝি ‘লুকাইয়া রাখি’ শিরোনামে চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দেন এই শিল্পী। গত ২৮ জুন সর্বশেষ তাঁর গাওয়া ‘ও সাঁঝবেলা’ গানটি মুক্তি পেয়েছে।
ডলি সায়ন্তনী তাঁর গাওয়া জনপ্রিয় ১০টি গান নতুন সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ নিয়েছেন। বেশ কিছুদিন আগেই এর কাজ শুরু করেছেন। একে একে গানগুলোর ভিডিও প্রকাশের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।