তৃতীয় বছরে ব্যান্ডদল ‘যন্ত্রী’

Looks like you've blocked notifications!
এক আয়োজনে ব্যান্ডদল ‘যন্ত্রী’। ছবি : সংগৃহীত

মাটির, আত্মার গভীরের সুরের চর্চা হবে—এমন চিন্তা-চেতনা থেকে ব্যান্ডদল ‘যন্ত্রী’র জন্ম। মূলত লালনের গান নিয়ে কাজ করলেও যন্ত্রী করে যাচ্ছে লোকজ সুরের চর্চা ও গবেষণা। একইসঙ্গে বছরে কয়েকটি আর্ট ক্যাম্প করে থাকে ব্যান্ড দলটি। এ ছাড়া আন্তর্জাতিক বাউল উৎসবেও অংশ নেয় যন্ত্রী, করে থাকে সুফি ওয়ার্কশপ।

এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, সংগীতের মৌলিক ধারা চর্চার প্রত্যয় নিয়েই যন্ত্রী প্রতিষ্ঠা করেন সাখাওয়াত হোসেন সাগর। সাগরের সঙ্গী ছিলেন হিমেল নূর, এখনো আছেন। এই ব্যান্ডের লাইনআপ আর দশটি ব্যান্ডদলের মতো নয়। অনেকেই যুক্ত হন যন্ত্রীর সঙ্গে। যুক্ত হন দেশখ্যাত লালন সংগীতশিল্পীরা। জানুয়ারিতে যন্ত্রী তিন বছরে পা রাখল।

ব্যান্ডদলের প্রতিষ্ঠাতা সাখাওয়াত সাগর বলেন, “আমরা সংগীতের যে উদ্দেশ্য নিয়ে ‘যন্ত্রী’ প্রতিষ্ঠা করেছি; ‘যন্ত্রী’ অনেক দূর যেতে চায়, যদি সবার ভালোবাসা ও গ্রহণযোগ্যতা থাকে।”

ব্যান্ডের বর্তমান লাইনআপ সাখাওয়াত হোসেন সাগর, হিমেল নূর, ফরিদ মজুমদার, তুষার আলি, সিয়ামুল সাজিদ মুন প্রমুখ।