তৌসিফের সঙ্গে যা ঘটছে তা সে জানে আগে থেকেই!
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে এনটিভিতে ১৫ ফেব্রুয়ারি রাত ৯.৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘মেমর অব লাভ’।
জাহিদ প্রিতমের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিন তিশা, মুনিরা আক্তার মিঠু, শাহেদ শরীফ খান প্রমূখ।
নাটকের গল্পে দেখা যাবে, রুশো ঘুম ভেঙে অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করছে, তার সাথে যা যা ঘটছে তা যেন সে আগে থেকেই জানে। মানে, যে জিনিসটা ঘটবে রুশো আগে থেকেই তা দেখে ফেলছে। রুশো জানে ব্যাপরটাকে ডেজাভ্যু বলে। সে জানে এই যুগে কেউ এটা বিশ্বাস করবেনা। তাই সে যা যা দেখতে পায়, সেটা তার ব্যক্তিগত ডায়রিতে লিখে রাখে। তবে সে লক্ষ্য করে সবার সাথে ব্যাপারটা ঘটছে না। ঘটছে কিছু সংখ্যক মানুষের সাথে। যেমন, বাস স্ট্যান্ডে লাল রঙের ছাতা হাতে দাঁড়িয়ে থাকা সুন্দরী নীতু, তার প্রাইমারী স্কুলের বন্ধু পলাশ যে এখন তার অফিসের কলিগ, রুশোর পাশের ডেস্কে বসা সুন্দরী রোশনী, সব ফারুক সাহেব, রুশোর মা, রিকশাচালক কামাল মিয়া এই মানুষগুলো রুশোর আশেপাশে থাকলেই রুশোর ডেজাভ্যু কাজ করে। এই যেমন নীতুকে প্রথম দেখাতেই রুশোর মনে হলো সে বহুকাল ধরে নীতুকে জানে। শুধু তাই নয়, নীতুর স্পর্শ, গায়ের ঘ্রাণে এমন কিছু ভিজ্যুয়াল দেখতে পায় যে, রীতিমতো সে নীতুর সাথে রোমান্স করছে। রুশো ভাবতে থাকে এটা তার পুনর্জন্ম, কারণ যেই নীতুকে সে কখনো দেখেইনি তার সাথে এমন দৃশ্য দেখা স্বপ্ন ছাড়া আর কিছু না। কিন্তু স্বপ্ন এতোটা বাস্তব হয় কীভাবে?
বাকীটা দেখতে চোখ রাখাতে হবে এনটিভি পর্দায় ও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে।