‘ত্বক ফর্সা’ নিয়ে ফের কটাক্ষের মুখে অজয়কন্যা!

বলিউডের অন্য তারকা-সন্তানদের মতোই মিডিয়ার মনোযোগের কেন্দ্রে থাকেন অজয় দেবগন ও কাজলের আদুরে কন্যা নিশা দেবগন। আর প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপের শিকার হন।
এর আগেও এ তারকা দম্পতির প্রথম সন্তান নিশা সামাজিক মাধ্যমে বিদ্রুপের শিকার হয়েছেন। বিমানবন্দরে তোলা ছবি নিয়ে ‘বডি-শেমিংয়ের’ শিকার হয়েছেন। একবার দুঃখ করে বিদ্রুপকারীদের অজয় এ-ও বলেছিলেন, ‘আমাদের যা খুশি বলুন, ছেলেমেয়েকে নয়।’ কে শোনে কার কথা!
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, অজয়কন্যা নিশার সাম্প্রতিক ছবি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁরা বলছেন, এই স্টার কিড কি তবে ত্বক উজ্জ্বলের জন্য চিকিৎসা করিয়েছেন?
অন্তর্জালবাসীর অনেকেই অজয়কন্যার কয়েক বছর আগের ছবির সঙ্গে বর্তমানের তুলনা করে দেখাচ্ছেন যে, তাঁর ত্বকে ব্যাপক পরিবর্তন এসেছে। তাঁদের দাবি, নিজের লুক পরিবর্তন করার জন্য নিশা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সার্জারি করিয়েছেন। আশ্চর্যের ব্যাপার হলো, নিশার বয়স মাত্র ১৬। অথচ অন্তর্জালবাসী তাঁকেও বিদ্রুপ করতে ছাড়ছেন না!
এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এসব কটাক্ষের প্রতিবাদ করে লিখেছেন, ‘সে নিষ্পাপ ও আদুরে। সৌন্দর্য নিয়ে মিথ্যা অনুমান বন্ধ করা উচিত। প্রত্যেকের ত্বকই সুন্দর।’ তবে নেটিজেনদের একাংশ তাঁর উজ্জ্বল ত্বক দেখে বিস্মিত হয়েছেন।
গত বছরের মে মাসে অজয়ের বাবা বীরু দেবগন মারা যান। তাঁর মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন পরিবারের সবাই। বাদ যাননি অজয়কন্যা নিশাও। তবে বীরুর মৃত্যুর একদিন পর তোলা কয়েকটি ছবিকে কেন্দ্র করে শুরু হয় তুমুল আলোচনা। ওই ছবির কারণে অন্তর্জালে সমালোচনার মুখে পড়েন নিশা। তাঁর ছোট পোশাক নিয়ে চলছিল ট্রল। সেই ট্রল নিয়ে মুখ খুলেছিলেন বাবা অজয়।
মেয়ে নিশাকে নিয়ে ব্যাপক ট্রল হওয়া প্রসঙ্গে জুম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে অজয় বলেন, “যাঁরা সমালোচনা করছেন, তাঁরা আসলেই জানেন না যে কী হচ্ছে। আমি আপনাদের একটি উদাহরণ দিতে পারি। এর আগে এ নিয়ে আমি কথা বলিনি। আমি যখন বাবাকে হারালাম, তার পরের দিন বাচ্চারা খুব ব্যথিত ছিল। নিশা বুঝতে পারছিল পরিস্থিতি কেমন। আমি তাকে ডেকে বললাম ভেঙে না পড়তে। নিশাকে বললাম, ‘তুমি কেন বাইরে যাচ্ছ না? কিছু একটা করে এর পর আসো, প্রয়োজনে কিছু খেয়ে আসো।’ নিশা আমাকে জানাল, সে যাবে না। আমি তাকে বললাম, ‘তুমি যাও, এতে মন পরিবর্তন হবে। বাসার অতিথিদের আমরা সামলাচ্ছি।’ সে জানত না, যে কোথায় যাবে। একসময় সে বাইরে বের হয় এবং একটি পার্লারে যায়। আমি তাকে বলেছিলাম, বাইরে গিয়ে চুল ওয়াশ করতে বা এ রকম কিছু। নিশা পার্লারে প্রবেশের সময় পাপারাজ্জিরা তার ছবি তোলেন। এমনকি বের হওয়ার সময়ও তাঁরা ছবি তোলেন। এর পর তাঁরা নিশাকে এই বলে কটাক্ষ করতে থাকেন যে, ‘সবেমাত্র দাদা মারা গেল অথচ নিশা পার্লারে।’ এ রকম করার অধিকার তাঁদের আছে? ভালো অনুভব করতে আমি নিশাকে পাঠিয়েছি। সে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। ওই সব কথা বলার তাঁদের কি অধিকার আছে? এটি ভয়ংকর। এর পরে নিশা কাঁদতে কাঁদতে ফিরে আসে। সে যখন বাড়িতে ফিরে এসেছে, ততক্ষণে তার ছবিগুলো ছড়িয়ে পড়েছে। এ ধরনের কার্যকলাপ বাচ্চাদের ক্ষতিগ্রস্ত করে। বাচ্চারা কী অপরাধ করেছে? ৯, ১০, ১৫ বছর বয়সী বাচ্চাদের বিচার করা শুরু করেছেন তাঁরা।”
এদিকে, একবার কাজলকে জিজ্ঞেস করা হয়, যদি নিশা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকতে চান, তিনি কীভাবে তাঁকে সাহায্য করবেন? এ অভিনেত্রী বলেন, ‘আশা করি, নিশা আমাকে জানাবে। আমি তাকে উৎসাহ দেব। আমি চাই সে নিজেই বেছে নিক—জীবনে সে কী করতে চায়, আমি যা চাই তা করতে হবে এমন নয়।’
বলিউডে তারকা-সন্তানদের প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। ভক্তদের আশা, সারা আলি খান বা অনন্যা পান্ডেদের মতো নিশা দেবগনও বিনোদন দুনিয়ায় পা রাখবেন।