দিরিলিস আরতুগ্রুলের অভিনেতা আয়বার্ক পেকান মারা গেছেন
খ্যাতনামা তুর্কি অভিনেতা আয়বার্ক পেকান মারা গেছেন। ফুসফুস ক্যানসারে আক্রান্ত ছিলেন ৫১ বছর বয়সি তুর্কি এই অভিনেতা। গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তুরস্কের সংবাদপত্র ডেইলি সাবাহ এ তথ্য জানিয়েছে।
বিশ্বব্যাপী জনপ্রিয় তুর্কি সিরিয়াল দিরিলস আরতগ্রুলে ‘আর্তুক বে’ চরিত্রে অভিনয় করেন আয়বার্ক পেকান। এতে তিনি মূল চরিত্র আরতগ্রুলের একান্ত সহযোগী ছিলেন।
এ ছাড়া তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া কুর্তলার ভাদিসি (ভ্যালি অব দ্য উলভস) সিরিজেও অভিনয় করেন তিনি।
১৯৭০ সালে জন্মগ্রহণ করা এই তুর্কি অভিনেতা মারসিন ইউনিভার্সিটির নাট্যকলা বিভাগের পড়াশোনা করেছিলেন।