দুই কন্যার পর করোনায় আক্রান্ত হলেন বাবা করিমও
বলিউডের বিখ্যাত প্রযোজক করিম মোরানি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। পরীক্ষার ফল পজিটিভ আসার পর বিখ্যাত এ প্রযোজককে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তাঁর দুই মেয়ে জয়া ও শাজার পরীক্ষার ফলও পজিটিভ এসেছিল।
মিরর অনলাইনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, করিমের ভাই মহমেদ বলেন, হ্যাঁ, আমরা জেনেছি যে করিম ওঁর মেয়েদের সঙ্গে ছিলেন। করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাঁকে নানাবতি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মার্চের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা থেকে ভারতে ফেরেন শাজা। সে সময় তাঁর করোনার কোনো লক্ষণ দেখা যায়নি, কিন্তু গেল সোমবার তাঁকে নানাবতি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে, মধ্য মার্চের দিকে জয়া রাজস্থান থেকে মুম্বাইয়ে ফিরেছিলেন। তাঁর শারীরিক পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে।
বার্তা সংস্থা পিটিআইকে একটি সূত্র বলেছে, আজ (বুধবার) তাঁর (জয়া) কোভিড-১৯ পরীক্ষা করা হয় এবং সন্ধ্যায় তাঁর ফল পজিটিভ এসেছে। তাঁকে কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর শাজা নানাবতি হাসপাতালে চিকিৎসাধীন। দুদিন পর শাজাকে আবার পরীক্ষা করা হবে। দ্রুতই তাঁর পরিবারের সবাইকে পরীক্ষা করা প্রয়োজন। তাঁরা সবাই কোয়ারেন্টিনে।
আগের দিন করিম মোরানি গণমাধ্যমকে বলেছিলেন, তাঁর দুই কন্যা পর্যবেক্ষণে রয়েছেন। জানিয়েছিলেন, শাজার করোনার লক্ষণ ছিল না, কিন্তু পরীক্ষায় পজিটিভ এসেছে। জয়ার অবশ্য লক্ষণ ছিল। তাই দুই মেয়েকেই পরীক্ষা করান। তবে জয়ার পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। করিম আরো জানিয়েছিলেন, দুজনকেই নানাবতি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছিল।
শাহরুখ খান অভিনীত রা.ওয়ান, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, দিলওয়ালেসহ অসংখ্য জনপ্রিয় সিনেমা প্রযোজনা করেছেন করিম মোরানি।