দুই হাতে গাড়ি তুলে পরিচালক বললেন, কৃতিত্ব ‘দেশি ঘি’র
বলিউডের স্বনামধন্য পরিচালক রোহিত শেঠি। নিজের সিনেমায় বৈচিত্র্যময় স্টান্ট প্রদর্শন করেন। আর স্টান্টবিষয়ক টিভি রিয়েলিটি শো ‘খাতরোঁ কে খিলাড়ি’র সঞ্চালক তিনি, যেখানে প্রতিযোগীকে স্টান্ট প্রদর্শন করতে বলার আগে নিজে করার চেষ্টা করেন। এমনকি সিনেমায় রোহিত শেঠির স্টান্ট ও অ্যাকশন দৃশ্য দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা।
আর স্টান্ট করার জন্য যিনি সব সময় উদগ্রীব থাকেন, তাঁর শারীরিক ফিটনেস না থাকলে চলে? হ্যাঁ, রোহিত শেঠি ফিটনেসের জন্য বিখ্যাত। তবে তাঁর ফিটনেসের মন্ত্র কী। রোহিত জানালেন, দেশি পদ্ধতি।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, যেখানে অনেক অভিনেতা ফিট থাকার জন্য প্রোটিন ও সাপ্লিমেন্ট গ্রহণ করেন, সেখানে তিনি দেশি পদ্ধতি অনুসরণ করেন। একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রোহিত শেঠি, যেখানে তাঁকে দুই হাতে গাড়ি তুলতে দেখা যাচ্ছে। আর ক্যাপশনে রোহিত জানিয়েছেন, এই শক্তির পেছনে পুরোটা কৃতিত্ব দেশি ঘি ও ঘরের খাবার।
এবার কাজের প্রসঙ্গে আসি। রোহিত শেঠি আগামীতে ‘সার্কাস’ পরিচালনা করবেন। এতে অভিনয় করবেন পূজা হেজ ও রণবীর শেঠি।