দুর্গাপূজায় এনটিভির ৩ দিনব্যাপী বিশেষ আয়োজন
দুর্গাপূজা উপলক্ষে ৩ দিনব্যাপী বিশেষ আয়োজন করেছে জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল এনটিভি। আগামীকাল ২৪ অক্টোবর শনিবার থেকে ২৬ অক্টোবর সোমবার পর্যন্ত থাকছে নানা আয়োজন।
আগামীকাল ২৪ অক্টোবর, শনিবার অষ্টমীর দিন সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘স্বামীর সংসার’। জাকির হোসেন রাজুর পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, সোহেল রানা, ববিতা, খলিলুল্লাহ, আলীরাজ, মিশা সওদাগর প্রমুখ। দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘শাপমোচন’। ফল্গুনী মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এস এম দুলাল। অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, চাঁদনী, জয়ন্ত চট্টপাধ্যায়, রোকেয়া প্রাচী, পারভিন সুলতানা দিতি, মানস বন্দ্যোপাধ্যায়, দিলীপ চক্রবর্তী, জাহানারা ভূইয়া, অরুণ দাস ও মাসুদ আলী খান। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘সমর্পণ’। সঞ্জয় কান্তর রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমন তালুকদার। অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মীম, নিলয় আলমগীর, চিত্রলেখা গুহ, হাসান ইমাম প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘এ লগন গান শোনাবার’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নাহিদ আফরোজ সুমী। এই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন শিল্পী পিন্টু ঘোষ ও হৈমন্তী রক্ষিত।
২৫ অক্টোবর, রবিবার নবমীর দিন সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘তুমি আমার মনের মানুষ’। আজাদী হাসনাত ফিরোজের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, প্রবীর মিত্র, মিশা সওদাগর, উজ্জ্বল, রীনা খান, যুবরাজ, লতা প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘রূপালী পর্দার গান’-এর বিশেষ পর্ব। মোহাম্মদ নূরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন হিমি। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে পূজার বিশেষ নাটক ‘দুর্গা ও বনজ্যোৎস্নার গল্প’। অনুরূপ আইচের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। অভিনয়ে- ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, শর্মিলী আহমেদ, জিয়াউল হাসান কিসলু প্রমুখ।
২৬ অক্টোবর, সোমবার দশমীর দিন সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘মন যেখানে হৃদয় সেখানে’। শাহীন সুমনের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস, নিরব, রত্না, ববিতা, আলীরাজ, অরুণা বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘আনন্দ এলো আজ দ্বারে’। ওয়াহিদুল ইসলাম শুভ্র ও মোহাম্মদ নূরুজ্জামানের যৌথ প্রযোজনায় অনুষ্ঠানটির কোরিওগ্রাফি করেছেন কবিরুল ইসলাম রতন। এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন শখ, সোহেল, লাবণ্য, মীম, সিনথিয়া, শাওন, উপমা। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে দুর্গাপূজার বিশেষ নাটক ‘ভৈরবী’। শাওন কৈরীর গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, মে ওয়াতানবি (জাপান), শর্মিলী আহমেদ, মানস বন্দ্যোপাধ্যায়, কাজী শামস তাথৈ প্রমুখ।