দেড় হাজার কোটির ক্লাবে সোনাক্ষি
বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী সোনাক্ষি সিনহার। অভিনয় দক্ষতা ও আকর্ষণীয় ভঙ্গিমা তাঁকে অল্প সময়েই এনে দেয় বিপুল জনপ্রিয়তা। হিট ছবি উপহার দেওয়াতেও এগিয়ে আছেন তিনি। ফলে পুরস্কারের খেতাব কিংবা স্বীকৃতিতেও পিছিয়ে থাকার কথা নয় তাঁর। সফল এই অভিনেত্রী সম্প্রতি স্পর্শ করলেন আরো একটি মাইলফলক।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, ভারতের প্রথম নারী অভিনেত্রী হিসেবে দেড় হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছেন তিনি। গত দশকে এই অভিনেত্রী ‘দাবাং’, ‘মিশন মঙ্গল’, ‘সন অব সর্দার’-এর মতো বেশ কিছু ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। অভিষেকের প্রথম দুই বছরের তাঁর অভিনীত পাঁচটি ছবির মধ্যে চারটিই সাফল্য পায়, যা তাঁকে তখন ১০০ কোটির ক্লাবে পৌঁছে যেতে সাহায্য করে।
সোনাক্ষি অভিনীত ‘দাবাং’-এর নেট আয় ছিল ১৪১ কোটি ২৫ লাখ রুপি, ‘সন অব সর্দার’-এর আয় ছিল ১০৫ কোটি তিন লাখ রুপি, ‘দাবাং টু’-এর আয় ছিল ১৫৫ কোটি রুপি, ‘মিশন মঙ্গল’-এর আয় ২০৮ কোটি পাঁচ লাখ রুপি। তাঁর অভিনীত অন্যান্য সিনেমার আয়ও উল্লেখযোগ্য।
এই অর্জনের কথা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছেন সোনাক্ষি। আর সে পোস্টে এরই মধ্যে এক হাজার ৮০০টিরও বেশি লাইক পড়েছে। তাঁকে অভিনন্দন জানাচ্ছেন বিনোদন জগতের অনেকেই।
সালমান-সোনাক্ষি অভিনীত ‘দাবাং থ্রি’ ছবিটি গত বছরের ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে । প্রভুদেবা পরিচালিত এই ছবিটি তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পায়। ছবিটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন কিচ্চা সুদীপ। ‘দাবাং’-এর প্রথম ও দ্বিতীয় কিস্তি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।