দ্বৈত চরিত্রে অপূর্ব, দুই সময়ের গল্পের নায়ক
মহান মুক্তিযুদ্ধ ও করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের ত্যাগ ও বীরত্বের গল্প নিয়ে ‘যোদ্ধা’ শিরোনামে একটি বিশেষ নাটক নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। নির্মাতা ও মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন ছোট পর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তাঁর বিপরীতে প্রথম বার জুটি বেঁধেছেন তরুণ অভিনেত্রী নাজিবা বাশার।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাত ৯টায় এনটিভিতে ‘যোদ্ধা’ প্রচার হবে। পরবর্তী সময়ে দেখা যাবে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে।
এরই মধ্যে রাজধানীর উত্তরা ও তিনশ ফিটে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। গল্পের প্রয়োজনে নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।
নাটকটি প্রসঙ্গে অপূর্বর ভাষ্য, ‘দুটি গল্পকে একসঙ্গে খুবই চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে নাটকে। এমন গল্প ও চরিত্রে অভিনয় করার সুযোগ কমই আসে।’
নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, ‘নাটকে মুক্তিযুদ্ধের সময় যোদ্ধাদের অবদান এবং এখনকার করোনাভাইরাস মোকাবিলা, দুইটা সময়কে ধরে বিভিন্ন ঘটনা এখানে দেখানো হবে।’
নাজিবা বাশার জানিয়েছেন, ‘এর আগেও অপূর্বর সঙ্গে অভিনয় করেছি। তবে এই প্রথম নায়িকা হিসেবে তাঁর বিপরীতে অভিনয় করেছি। জুটি হয়ে এটা প্রথম নাটক আমাদের।’