ধর্ষকের শাস্তির নতুন পন্থা জানালেন জুহি
তারকার যেকোনো বার্তা পৌঁছে যায় অসংখ্য মানুষের কাছে। তাঁদের ইতিবাচক যেকোনো প্রতিক্রিয়া সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখে। তারকারাও বিভিন্ন সময় সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন। সম্প্রতি ধর্ষকের শাস্তি নিয়ে মুখ খুলেছেন ৯০ দশকের সাড়া জাগানো অভিনেত্রী জুহি চাওলা।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে জানা যায়, জুহি চাওলা দীর্ঘদিন যাবত কাজ করছেন পরিবেশ নিয়ে। এছাড়াও গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে প্রায়ই মন্তব্য করে থাকেন তিনি।
সম্প্রতি ধর্ষণ ও পরবর্তী সময়ে পুড়িয়ে হত্যার একটি ঘটনায় ব্যাপক তোলপাড় হয় ভারতজুড়ে। ধর্ষণের দায়ে অভিযুক্তরা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে। আর ওই ঘটনার কয়েকদিন পর জুহি জানালেন, ধর্ষকের কেমন শাস্তি হওয়া উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্দিরের ছবি শেয়ার করে জুহি লেখেন, ‘এই মন্দিরে ৫০ ফুট গভীর খাদ রয়েছে। ধীরগতির ও কষ্টদায়ক মৃত্যু নিশ্চিত করতে আগে এখানে অপরাধীদের ছুঁড়ে ফেলা হতো। আমি অবাক হয়ে যাই, এখনকার অপরাধীদের কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে না!’
জুহিকে সর্বশেষ খ্যাতিমান অভিনেতা অনিল কাপুর ও রাজকুমার রায়ের সঙ্গে ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে। আগামীতে তাঁকে ‘চাঁদনী’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। শর্মাজী নামকিনের পরিচালনায় এতে শক্তিমান অভিনেতা ঋষি কাপুরকে দেখা যাবে।