ধীরে ধীরে সেরে উঠছেন সুরসম্রাজ্ঞী লতা

Looks like you've blocked notifications!
কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। ছবি : সংগৃহীত

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের অবস্থা এখনো সংকটজনক। তবে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। গত শনিবার দিবাগত রাতে গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন লতা।

ইন্ডিয়া টিভি নিউজের প্রতিবেদনে জানা যায়, শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছেন লতা। এখন ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন তিনি। তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে ওই হাসপাতালের চিকিৎসক প্রতীত জানান, শ্বাসকষ্টজনিত সমস্যা ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত লতাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে পত্রপত্রিকার খবরে উঠে এসেছিল, লতা চিকিৎসক ফারুক ই উদ্বদিয়ার তত্ত্বাবধানে রয়েছেন। লতার জন্য সেখানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে।
১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা লতা মঙ্গেশকর এরই মধ্যে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড ও ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা সিভিলিয়ান অ্যাওয়ার্ড লাভ করেন। এ ছাড়া বিশ্বব্যাপী আরো অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন তিনি। ২০০১ সালে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন। লতা মঙ্গেশকর শুধু হিন্দি ভাষায় এক হাজার গানে কণ্ঠ দিয়েছেন। অন্যান্য ভাষার গানেও রয়েছে তাঁর ব্যাপক পদচারণা।