নতুন করে ‘নোঙ্গর তোলো তোলো’ গাইবে চিরকুট
মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা হিসেবে বাঙালিকে জাগ্রত রেখেছিল যে গানগুলো, সে গানগুলো আজও মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের উদ্ভাসিত করে। এগুলোর মধ্যে ‘নোঙ্গর তোলো তোলো’ অন্যতম। নঈম গওহর রচিত এবং সমর দাসের সুরে গাওয়া এই সাড়া জাগানো গানটি নতুন করে গাইবে ব্যান্ড চিরকুট। সঙ্গে থাকবেন প্রখ্যাত সংগীতশিল্পী রফিকুল আলম।
এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, বিজয় দিবসের প্রাক্কালে গানটি মুক্তি দেওয়া হবে। বিখ্যাত এই দেশাত্মবোধক গানের নতুন সংস্করণ তৈরি করছেন মিউজিক কম্পোজার এবং চিরকুট ব্যান্ডের সদস্য পাভেল আরিন। দেশের সুপরিচিত সংগীতশিল্পীদের সঙ্গে এ গানে আরো অংশ নেবেন ব্যান্ড ক্রিপটিক ফেইটের লিড ভোকাল সাকিব চৌধুরী। নির্বাচিত কয়েকশ তরুণ সংগীত ও বাদ্যযন্ত্রশিল্পীরাও গানটিতে অংশ নেবেন। টেলিযোগাযোগ কোম্পানি রবির ‘বিজয়ের সুরে নতুন এক্সপেরিয়েন্স’ ক্যাম্পেইনের আওতায় তরুণ শিল্পীদের বাছাইয়ের প্রক্রিয়া চলছে।
গানটি প্রসঙ্গে চিরকুটের ভোকাল শারমিন সুলতানা সুমি বলেন, “নোঙ্গর তোলো তোলো’ গানটি আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অংশ। বরেণ্য নঈম গওহরের কথা এবং সমর দাসের সুরে গাওয়া এই গানটি নতুন করে গাওয়ার সুযোগ পেয়ে আমরা গর্বিত। রবিকে ধন্যবাদ এমন একটি মহান উদ্যোগে পাশে রাখার জন্য। বিজয় দিবসে সংগীতানুরাগীদের মাঝে গানটি নতুন করে সাড়া ফেলবে বলে আমাদের বিশ্বাস।”