নায়িকা এখন ড. জারিন খান!

Looks like you've blocked notifications!
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে বলিউড অভিনেত্রী জারিন খান। ছবি : ইনস্টাগ্রাম থেকে

নেলসন ম্যান্ডেলা নোবেল পিস অ্যাওয়ার্ড-২০২০ সম্প্রতি আয়োজিত হলো ভারতের গোয়ায়। আর সেই আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন বলিউড অভিনেত্রী জারিন খান।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, ওই আয়োজনে শুধু সম্মানিত অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন না জারিন খান, তাঁকে দেওয়া হয়েছে নেলসন ম্যান্ডেলা নোবেল পিস অ্যাওয়ার্ড, পেয়েছেন আমেরিকান ইউনিভার্সিটি অব গ্লোবাল পিসের পক্ষ থেকে সাম্মানিক ডক্টরেট। আর সে কারণেই তিনি এখন ড. জারিন খান! এই অর্জনের জন্য গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত অভিনন্দন জানিয়েছেন জারিনকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর প্রকাশ করেছেন চিত্রনায়িকা জারিন খান নিজেও। আয়োজন ও পুরস্কারপ্রাপ্তির বেশ কিছু ছবি শেয়ার করে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। জানিয়েছেন, সাম্মানিক ডক্টরেট পেয়ে তিনি সত্যিই উচ্ছ্বসিত।