নায়িকা হয়ে ফিরছেন দীঘি
সেই ছোট্ট বয়সে একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনচিত্রে কাজ করে শোরগোল ফেলে দেন দীঘি। তারপর শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। ঝুলিতে রয়েছে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই ছোট্ট দীঘি এখন কলেজপড়ুয়া। দীর্ঘদিন দীঘির দেখা নেই পর্দায়। তবে অপেক্ষার ক্লান্তি ঘুচছে দ্রুতই। ফিরছেন নায়িকা হয়ে।
সম্প্রতি এনটিভি অনলাইনের সঙ্গে কথা দীঘির। বলেন, ‘অনেক দিন পড়াশোনার জন্য অভিনয় থেকে দূরে ছিলাম। তবে খুব শিগগিরই নতুন কাজ শুরু করব। আর দর্শককে অপেক্ষা করাব না। এমনও হতে পারে মাস দুয়েকের মধ্যে সুখবর পাবেন।’
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপকভাবে আলোচিত হয়েছিলেন তিনি। কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’ চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘এক টাকার বউ’ চলচ্চিত্রগুলো তাঁকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দেয়। সেই ছোট্ট দীঘি এখন অনেক পরিণত। খুব তাড়াতাড়ি নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হবে তাঁর, এমন কথা অনেক দিন ধরেই চলচ্চিত্রপাড়ায় ঘুরছে। এবার নিজের মুখেই তা প্রকাশ করলেন।
তবে দীঘি নির্দিষ্ট কোনো নায়কের বিপরীতে অভিনয় করতে চান না। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি নির্দিষ্ট কাউকে নায়ক হিসেবে চাই না। পরিচালক-প্রযোজক যাঁর সঙ্গে কাজ করাতে চাইবেন, তাঁর সঙ্গেই অভিনয় করব। আমি নায়ক নয়, গল্প ও চরিত্র দেখে কাজ করতে চাই।’
দীঘি আরো বলেন, ‘ছোট্ট দীঘির সব কাজই সবাই মনে রেখেছেন; বড় দীঘির প্রথম কাজও যেন সবাই মনে রাখেন, সে ধরনের কাজের সঙ্গে নিজেকে যুক্ত করব। ভালো মানের চলচ্চিত্রে নায়িকা হিসেবে দেখা যাবে আমাকে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অনেক ধন্যবাদ জানাই দর্শকদের, যাঁরা আমার জন্য এত দিন ধরে অপেক্ষা করেছেন। আমি আপনাদের আর হতাশ করব না, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে।’
প্রার্থনা ফারদিন দীঘির বাবা সুব্রত বড়ুয়া অভিনেতা ও মা দোয়েল অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সবার নজরে আসেন দীঘি। এ বিজ্ঞাপনে তাঁর ‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে। আর এ কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না। আমি কী তাহলে ভুল শুনেছি? কেমন লাগে বলো তো!’ সংলাপ মানুষের মুখে মুখে ফিরেছে। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ দীঘি অভিনীত প্রথম চলচ্চিত্র।
এরপর ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘বাবা আমার বাবা’, ‘রিক্সাওয়ালার ছেলে’, ‘দ্য স্পিড’, ‘অবুঝ শিশু’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন দীঘি।