নিউইয়র্কে উড়াল দিলেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/27/khushi_kapoor.jpg)
২০১৮ সালে করণ জোহরের ‘ধড়ক’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় প্রযোজক বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরের। এরই মধ্যে তিনি চলচ্চিত্র অঙ্গনে নিজের জায়গা করে নিয়েছেন। এখন রুপালি পর্দায় তাঁদের ছোট মেয়ে খুশি কাপুরকে দেখার পালা।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলিউডে অভিষেকের ইঙ্গিত দেন খুশির বাবা বনি কাপুর। বলেন, ‘হ্যাঁ, খুশি অভিনয়েও আগ্রহী। আপনারা শিগগিরই ঘোষণা শুনতে পাবেন।’ তবে নিজের হাত ধরে খুশি বলিউডে প্রবেশ করুক, তা চান না প্রযোজক বাবা বনি কাপুর। তিনি চান, অন্য কেউ খুশিকে বলিউডে পা রাখতে আগ্রহী হোক।
এবার বলিউড হাঙ্গামার খবর, পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উড়াল দিয়েছেন খুশি কাপুর। তিনি সেখানে লি স্টার্সবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে এক সেমিস্টারের কোর্স করবেন। একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অভিনয় বিষয়ে প্রশিক্ষণ শেষে হিন্দি সিনেমায় যুক্ত হবেন খুশি কাপুর।
সূত্রটি পোর্টালটিকে জানায়, ২০২২ সালে সিনেমায় অভিষেক হবে খুশি কাপুরের। করণ জোহরসহ বেশ কয়েক জন প্রথম সারির প্রযোজককে এরই মধ্যে সে ব্যাপারে প্রস্তাব দিয়েছেন বনি কাপুর। কিন্তু তিনি এর জন্য তাড়াহুড়ো করতে চান না। যেমনটা চান না খুশি কাপুরও। পুরো পরিবার মনে করে, একটি অভিনয়বিষয়ক প্রশিক্ষণ খুশির জন্য জরুরি। যেহেতু নিজে কখনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেননি, তাই শ্রীদেবী সব সময় চাইতেন, তাঁর সন্তানেরা যেন ভালো অভিনয়ের স্কুলে পড়েন।
বহুদিন ধরে গুঞ্জন চলছে, বড় বোনের মতো খুশিও একই পথে হাঁটবেন। আর খুশি কাপুরের অভিষেকের ব্যাপারে বনি কাপুর সবুজ সংকেত দেওয়ায় বি-টাউনবাসীর আগ্রহ তুঙ্গে।
কিছুদিন আগে খুশি কাপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক হয়েছে। সেই খবর ফলাও করে প্রচার করেছিল ভারতীয় গণমাধ্যমগুলো। এরই মধ্যে এ মাধ্যমে তাঁর অনুসরণকারী তিন লাখের বেশি।