নিজেকে ভীষণ অসহায় লাগছে : স্বস্তিকা

Looks like you've blocked notifications!
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি : ফেসবুক থেকে

ভারতে করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত দিশেহারা গোটা ভারত। প্রতি ঘণ্টায় করোনায় আক্রান্ত হচ্ছে দশ হাজার মানুষ। কলকাতাসহ রাজ্যজুড়ে করোনা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে।

বলিউডের মতোই একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন কলকাতার তারকারাও। গতকালই খবর পাওয়া গেছে, চিত্রনায়ক জিৎ ও চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় সম্পূর্ণ ভিন্ন রূপে অনুরাগীদের সামনে এলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর, করোনা পরিস্থিতিতে ভীষণ অসহায় বোধ করছেন স্বস্তিকা। তাই অন্তর্জালে নিজের দুশ্চিন্তা প্রকাশের পাশাপাশি সাহায্যকারী নম্বর, টিকা কেন্দ্র এবং করোনা পরীক্ষা কেন্দ্রের টোল ফ্রি নম্বর পোস্ট করেছেন সবার জন্য।

পোস্টের শুরুতেই স্বস্তিকা নেটজনতার উদ্দেশে বলেছেন, ‘আশা করি, আপনারা ভালো আছেন। খুব দরকার না পড়লে বাইরেও নিশ্চয়ই পা রাখছেন না।’ এরপর অসহায়ত্ব প্রকাশ করে এ অভিনেত্রী লিখেছেন, ‘গত কয়েক দিন ধরে নিজেকে ভীষণ অসহায় লাগছে। চাইলেও কাউকে কোনোভাবে সাহায্য করতে পারছি না।’

স্বস্তিকার এই মানবিকতায় আপ্লুত তাঁর অনুরাগীরা। মুগ্ধ তাঁর নতুন ভূমিকায়। প্রশংসায় পঞ্চমুখ সবাই।