নিজের গল্পে ‘হাউস নং ৯৬’ নাটকে অপূর্ব
এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’-এ যোগ দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তাঁকে ধারাবাহিকটিতে একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে দৃশ্য ধারণে অংশ নিয়েছেন তিনি।
এনটিভি অনলাইনকে নির্মাতা মাহমুদুর রহমান হিমি জানিয়েছেন, ‘আজ থেকে অপূর্ব ভাই শুটে অংশ নিয়েছেন। যেখানে তাঁকে ফিল্মমেকার চরিত্রে দেখা যাবে। এ পর্বগুলোর গল্প অপূর্ব ভাইয়ের নিজের। আশা করছি, দর্শক বেশ উপভোগ করবেন এ পর্বগুলো।’
নির্মাতা আরও যুক্ত করেন, ‘ধারাবাহিকভাবে আমাদের এ নাটকে ছোট পর্দার সব তারকা অভিনেতাদের যুক্ত করার চেষ্টা চালিয়ে গেছি। নিশো ভাইকে দিয়ে শুরু করেছিলাম, এবার অপূর্ব ভাই যোগ দিলেন। অনেকেই ভাবছেন—এটাই হয়তো শেষ চমক। আমি এখনই চূড়ান্ত কিছু বলতে চাই না শেষ কি না; শুধু অপেক্ষা করতে হবে দর্শককে।’
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ভাষ্য, ‘আমি ধারাবাহিকটির বেশ কিছু পর্বই দেখেছি, বেশ ইন্টারেস্টিং। শেষ দিকে এসে যুক্ত হলাম আমি। আমার পর্বের গল্প ভাবনাটাও আমার। দর্শক বেশ উপভোগ করবে আশা করি।’
গোলাম সরোয়ার অনিকের চিত্রনাট্যে নাটকটির গল্পভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে সম্প্রচার হচ্ছে এনটিভিতে।
ধারাবাহিকটিতে অভিনয় করছেন কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, রুকাইয়া জাহান চমক, সাজ্জাদ হাসান রাজ, মাশরুর ইনান, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ।